Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA Hike Cleared for Central Govt Staff: পুজোর আগে কেন্দ্রের বড় ঘোষণা, বাড়ছে সরকারি কর্মীদের DA

অক্টোবরে কেন্দ্রীয় কর্মচারীদের মুখে ফের হাসি ফুটতে চলেছে। আসন্ন উৎসবের মরসুমে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা আর্থিক চাপের মধ্যে থাকা এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীর জীবনে নতুন স্বস্তি আনতে…

Avatar

অক্টোবরে কেন্দ্রীয় কর্মচারীদের মুখে ফের হাসি ফুটতে চলেছে। আসন্ন উৎসবের মরসুমে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা আর্থিক চাপের মধ্যে থাকা এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীর জীবনে নতুন স্বস্তি আনতে চলেছে। ৫৫% থেকে বেড়ে ৫৮% হতে চলা ডিএ নিশ্চিতভাবে সংসারের বাজেটকে অনেকটাই সহজ করবে।

উৎসবের আগে সুখবর

সরকারি সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৩% ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কার্যকারিতা হবে ১ জুলাই ২০২৫ থেকে। ফলে কর্মচারীরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং প্রয়োজনে অক্টোবরের বকেয়া একসঙ্গে হাতে পাবেন। এই অর্থ উৎসবের মরসুমে কেনাকাটায় বাড়তি জোর দেবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ডিএ বৃদ্ধির প্রভাব

মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে মাসিক ও বার্ষিক আয়ে যে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, তা কর্মচারীদের আর্থিক পরিকল্পনায় বড় ভূমিকা নেবে। উদাহরণস্বরূপ—

  • বেসিক বেতন যদি ১৮,০০০ হয়, তবে বাড়তি মাসিক আয় হবে ৫৪০। ফলে বছরে মোট বৃদ্ধি দাঁড়াবে ৬,৪৮০।

  • লেভেল-১ এ যাঁদের বেসিক বেতন ৫৬,৯০০, তাঁদের মাসিক বেতন বাড়বে ১,৭০৭। বার্ষিক বৃদ্ধি হবে ২০,৪৮৪।

অতএব এই ৩% বৃদ্ধি কেবল সংখ্যার খেলা নয়, বরং হাজার হাজার পরিবারের সংসার চালানো, সন্তানের পড়াশোনা বা ভবিষ্যতের পরিকল্পনায় বাস্তব স্বস্তি এনে দেবে।

AICPI সূচকের ভূমিকা

ডিএ বৃদ্ধির ভিত্তি হল All India Consumer Price Index (AICPI)। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সূচক ধারাবাহিকভাবে বেড়ে জুনে দাঁড়িয়েছে ১৪৫.০-তে। এর ফলে ডিএ দাঁড়ায় ৫৮.১৮%-এ। নিয়ম অনুযায়ী দশমিক অংশ বাদ দিয়ে ডিএ ৫৮% নির্ধারণ করা হয়েছে।

কর্মচারী ও পেনশনভোগীদের প্রত্যাশা

প্রতি উৎসবের আগে কেন্দ্রীয় কর্মচারীরা ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকেন। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান বাজারদর ও জীবনযাত্রার খরচ সামাল দিতে এই বৃদ্ধি কার্যত অপরিহার্য।

About Author