Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন নিয়মে লকডাউন পালনের নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার

গতকাল, মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন চলবে ৩ রা মে পর্যন্ত। তবে, গরীব খেটে খাওয়া…

Avatar

গতকাল, মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন চলবে ৩ রা মে পর্যন্ত। তবে, গরীব খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথাও জানিয়েছিলেন তিনি। আজ, কেন্দ্রের তরফে ন্যাশনাল কোভিড ১৯ ম্যানেজমেন্টের গাইডলাইন হিসেবে সেই নির্দেশিকা সামনে নিয়ে আসা হল।

এই নির্দেশিকায় দেশের বেশ কিছু ক্ষেত্রে লকডাউনের নিয়ম শিথিল করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে। দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে কৃষিকাজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে শিথিল করা হচ্ছে লকডাউনের নিয়ম। ছাড় দেওয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি, ই-কমার্স ও আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রেও। কোভিড ১৯ হটস্পট নয় এমন অঞ্চলে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে কৃষিপণ্য সংগ্রহ ও কৃষি বিপণনের কাজ শুরু করা হবে। দুধ ও দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগির চাষ, চা-কফির সরবরাহ, রবার বাগানের কাজ, লাইভ স্টক ফার্মিং-এর কাজে ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একইসঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে কঠোর হচ্ছে লকডাউনের নিয়ম। প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে পান-গুটখা-তামাকের পিক ফেলা। যত্রতত্র প্রকাশ্যে থুতু বা পিক ফেললে কড়া ব্যবস্থা নেওয়ার ঈঙ্গিত দিয়েছে সরকার। এই আইন কার্যকর করার ক্ষেত্রে পানমশলা, গুটকা, জর্দা সহ তামাক জাতীয় সমস্ত দ্রব্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

About Author