২০২৫ সালের শুরুতেই কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র। নয়া বছর শুরু হতেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ২ শতাংশ হারে বেড়ে গেল মহার্ঘ ভাতা (Dearness Allowance – DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Relief – DR)। এই বৃদ্ধির ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী।
কী পরিবর্তন এল এবার?
১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর এই সিদ্ধান্তে ডিএ ও ডিআর বেড়ে দাঁড়াল ৫৫ শতাংশে, যা আগে ছিল ৫৩ শতাংশ। নতুন হারে ডিএ ও ডিআর অনুযায়ী, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের তিন মাসের বকেয়া এপ্রিলের বেতনের সঙ্গে কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকত টাকা বাড়বে কার?
যাঁদের মূল বেতন ১৮,০০০, তাঁরা প্রতি মাসে অতিরিক্ত ৩৬০ পাবেন। তিন মাসে মোট ১,০৮০ বকেয়া মিলবে।
৩০,০০০ মূল বেতনের কর্মীরা পাবেন ৬০০ অতিরিক্ত, যার ফলে তিন মাসে পাবেন ১,৮০০।
৬৭,০০০ মূল বেতনের কর্মীরা পাবেন প্রতি মাসে ১,৩০০-এর বেশি, তিন মাসে বকেয়া ৪,০০০-এরও বেশি।
পেনশনভোগীদের কী লাভ?
যাঁদের মাসিক পেনশন ৯,০০০, তাঁদের পেনশনের উপর ২ শতাংশ ডিআর বৃদ্ধির ফলে প্রতি মাসে ১৮০ বাড়বে। সেই অনুযায়ী তিন মাসে মিলবে ₹৫৪০।
পেনশনভোগীদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।
আরও কোন পরিবর্তন হচ্ছে?
২০০৪ সালের আগে যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অবদান সামান্য বাড়বে।
যদিও হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) আপাতত অপরিবর্তিত থাকবে, কারণ ডিএ ইতিমধ্যেই ৫০ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গেছে, যার ভিত্তিতে পূর্বেই এই ভাতা আপডেট হয়েছে।
কতজন পাবেন এই সুবিধা?
এই নতুন ডিএ ও ডিআর বৃদ্ধিতে উপকৃত হবেন প্রায় ৪৮.৬৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী।
পরবর্তী ডিএ আপডেট কবে?
পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর–নভেম্বর ২০২৫-এর মধ্যে। সেটাই হবে সপ্তম পে কমিশনের আওতাধীন শেষ সংশোধন। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম পে কমিশনের সুপারিশ।