Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই মাসেই বাড়ছে ইনকাম! স্যালারির সঙ্গে আসছে DA ও ৩ মাসের বকেয়া – কত পাবেন হাতে?

২০২৫ সালের শুরুতেই কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র। নয়া বছর শুরু হতেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ২ শতাংশ হারে বেড়ে গেল মহার্ঘ ভাতা (Dearness Allowance - DA) এবং পেনশনভোগীদের…

Avatar

২০২৫ সালের শুরুতেই কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র। নয়া বছর শুরু হতেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ২ শতাংশ হারে বেড়ে গেল মহার্ঘ ভাতা (Dearness Allowance – DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Relief – DR)। এই বৃদ্ধির ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী।

কী পরিবর্তন এল এবার?

১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর এই সিদ্ধান্তে ডিএ ও ডিআর বেড়ে দাঁড়াল ৫৫ শতাংশে, যা আগে ছিল ৫৩ শতাংশ। নতুন হারে ডিএ ও ডিআর অনুযায়ী, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের তিন মাসের বকেয়া এপ্রিলের বেতনের সঙ্গে কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কত টাকা বাড়বে কার?

  • যাঁদের মূল বেতন ১৮,০০০, তাঁরা প্রতি মাসে অতিরিক্ত ৩৬০ পাবেন। তিন মাসে মোট ১,০৮০ বকেয়া মিলবে।

  • ৩০,০০০ মূল বেতনের কর্মীরা পাবেন ৬০০ অতিরিক্ত, যার ফলে তিন মাসে পাবেন ১,৮০০।

  • ৬৭,০০০ মূল বেতনের কর্মীরা পাবেন প্রতি মাসে ১,৩০০-এর বেশি, তিন মাসে বকেয়া ৪,০০০-এরও বেশি।

পেনশনভোগীদের কী লাভ?

  • যাঁদের মাসিক পেনশন ৯,০০০, তাঁদের পেনশনের উপর ২ শতাংশ ডিআর বৃদ্ধির ফলে প্রতি মাসে ১৮০ বাড়বে। সেই অনুযায়ী তিন মাসে মিলবে ₹৫৪০।

  • পেনশনভোগীদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।

আরও কোন পরিবর্তন হচ্ছে?

  • ২০০৪ সালের আগে যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অবদান সামান্য বাড়বে।

  • যদিও হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) আপাতত অপরিবর্তিত থাকবে, কারণ ডিএ ইতিমধ্যেই ৫০ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গেছে, যার ভিত্তিতে পূর্বেই এই ভাতা আপডেট হয়েছে।

কতজন পাবেন এই সুবিধা?

এই নতুন ডিএ ও ডিআর বৃদ্ধিতে উপকৃত হবেন প্রায় ৪৮.৬৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী

পরবর্তী ডিএ আপডেট কবে?

পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর–নভেম্বর ২০২৫-এর মধ্যে। সেটাই হবে সপ্তম পে কমিশনের আওতাধীন শেষ সংশোধন। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম পে কমিশনের সুপারিশ।

About Author