বর্তমানে কেন্দ্রীয় প্রায় ৬৮ লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মীরা ও ৫২ লক্ষ্য অবসরপ্রাপ্ত কর্মীরা সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতন পেয়ে চলেছেন। মোদি সরকারের কর্মীদের বছরে দুইবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে থাকে। একটি বছরে জানুয়ারি এবং অপরটি জুলাই মাসে। কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা আগামী মার্চ ২০২৩ এ বৃদ্ধি পেলে চলেছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি খুব শীঘ্রই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
২০১৬ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন বেতন কমিশন সরিয়ে অন্য কোন পদ্ধতি কার্যকর করতে হবে যাতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। তবে অর্থমন্ত্রক সূত্রে খবর কেন্দ্রীয় সরকার আর কোন নতুন বেতন কমিশনের পক্ষে হাঁটবে না। অর্থাৎ অষ্টম বেতন কমিশন তৈরি হবার সম্ভাবনা খুব কম। এমন একটি মানদণ্ড তৈরি করা হবে যাতে অতি সহজেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেতে পারে তাদের পারফরমেন্সের নিরিখে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএমন একটি ব্যবস্থা করা হচ্ছে যাতে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হলেই অটোমেটিক্যালি বেতন বেড়ে যাবে। একইসঙ্গে অটোমেটিক পে সিস্টেমের নির্মাণ করা যেতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কর্মীদের বক্তব্য ২০১৬ সালের সুপারিশ বর্তমানের মূল্য বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক একেবারেই নয়। নতুন ব্যবস্থা কার্যকর হতে গেলে পে লেভেল ম্যাট্রিক্স ১ থেকে ৫ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করা হবে। তাই বেতন ক্রমের ধারা ভেঙে ২০২৪ এর নতুন ফর্মুলা কার্যকর করা হতে পারে। তবে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন নিয়ে কি করবে সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে।