নিউজদেশ

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর, কি জানালেন মন্ত্রী?

সম্প্রতি এই প্রসঙ্গে একটি বড় মন্তব্য রেখেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী

×
Advertisement

ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। বিগত ১৮ মাসের বকেয়া মহার্ঘভাতা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় সবাই বসে ছিলেন এতদিন ধরে। আর এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় খবর। সম্প্রতি রাজ্য সভায় এই সম্পর্কে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ১৮ মাসের মহার্ঘ ভাতা নিয়ে বক্তব্য উঠল তার বক্তৃতায়।

Advertisements
Advertisement

পঙ্কজ চৌধুরী রাজ্য সভায় বলেন, গত কয়েক দিনে কর্মচারী সংগঠনগুলিও এই বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার আহ্বান জানিয়েছিল। তবে কিছুদিন আগে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি বক্তৃতা রাখেন যেখানে তিনি বলেছিলেন, করোনা ভাইরাস মহামারীর কারণে কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা তিনটি কিস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের কারণে লকডাউন থাকার কারণে অনেকের আর্থিক পরিস্থিতি বিগত কয়েক বছরে বেশ খারাপ হয়েছে। সেই কারণে সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করছে এই মুহূর্তে।

Advertisements

রাজ্যসভায় একটি প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, করোনা ভাইরাস মহামারী থাকার কারণে সেই সময় কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় অর্থনীতি সমস্যার মধ্যে পড়েছিল। করোনা ভাইরাস মহামারী চলে যাওয়ার পরেও এই পরিস্থিতি বেশ কিছুদিন স্থায়ী ছিল। বলতে গেলে করোনাভাইরাস মহামারি কেটে যাওয়ার পরে এই অর্থনৈতিক সংকট আরো মাথা চাড়া দিয়ে ওঠে। সেই কারণেই বিগত কয়েক মাসের মহার্ঘ ভাতা বাদ পড়েছে। কিন্তু সেপ্টেম্বর মাসে সরকার মহার্ঘ ভাতা বাড়িয়ে আটত্রিশ শতাংশ করেছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button