এছাড়াও তিনি বলেছেন, “সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের অনুরোধ করছি আগামী পরীক্ষার জন্য আমাদের মতামত জানাতে। বন্ধুরা আপনাদের মূল্যবান পরামর্শ আমার এখন প্রয়োজন। আপনাদের পরামর্শ আমার টুইটারে পাঠাতে পারেন।” তিনি এও জানিয়েছেন যে ছাত্র-ছাত্রীদের জীবনে বিস্তর প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভেবে নিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জন্য তিনি মনে করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সাথে বৈঠক করা অত্যন্ত জরুরী। এরপর আজকে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।The consultative process will be further strengthened through a high level meeting to be chaired by Hon’ble Defence Minister Shri @rajnathsingh Ji, also to be attended by my cabinet colleagues Smt. @smritiirani Ji and Shri @PrakashJavdekar Ji. (2/4)
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 22, 2021
দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কি হবে? সিদ্ধান্ত নিতে আজই বৈঠক
গত বছরের মার্চ মাসে করোনা সংক্রমনের জেরে বন্ধ রয়েছে রাজ্য তথা দেশের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাঝে অনলাইন পদ্ধতিতে পঠন-পাঠন চললেও এখন সবচেয়ে বড় প্রশ্ন যে চলতি বছরে দ্বাদশ…

আরও পড়ুন