Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PM Kisan: বাজেটে খুশির খবর পেতে পারেন কৃষকরা, ৬ হাজার বাড়িয়ে ৮ হাজার টাকা দেবে সরকার

আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট হতে চলেছে। সেই বাজেটের দিকে তাকিয়ে থাকবেন দেশের সর্বস্তরের মানুষ। বাজেটে কৃষকদের জন্য বড় কোনও ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম…

Avatar

আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট হতে চলেছে। সেই বাজেটের দিকে তাকিয়ে থাকবেন দেশের সর্বস্তরের মানুষ। বাজেটে কৃষকদের জন্য বড় কোনও ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম কিষাণ) প্রকল্পের কিস্তির পরিমাণ সংশোধনের ব্যাপারে ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা এই টাকা বছরে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার দাবি তুলেছেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পিএম-কিষাণ যোগ্য সুবিধাভোগীদের তিনটি সমান কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা দেয়। এই প্রকল্পের লক্ষ্য কৃষকদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গ্রামীণ খরচ বাড়ানো।

সরকারের দৃষ্টি পিএম কিষাণ যোজনার দিকে

এপ্রিলে আলোচনার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সমস্ত যোগ্য কৃষকদের কভারেজ বাড়ানোর চ্যালেঞ্জের উপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সরকারের দৃষ্টি পিএম কিষাণ যোজনার দিকে। কিন্তু আমাদের দেখতে হবে আমরা কীভাবে এগোচ্ছি। বহু ক্ষুদ্র কৃষককে এখনও প্রধানমন্ত্রী কিষাণের আওতায় আনা হয়নি।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা

তিনি এটাও বলেছিলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না এটা বাড়ানো হবে কি না।’ তবে অনেকেই এখন মনে করছেন যে পিএম-কিষাণ প্রকল্পের আওতায় কৃষক পিছু বরাদ্দ বার্ষিক ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা ভাবছে সরকার।

২০ হাজার কোটি টাকারও বেশি পাঠানো হয়েছিল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৭তম কিস্তি প্রকাশ করেছিলেন। ১৭তম কিস্তিতে ২০ হাজার কোটি টাকারও বেশি পাঠানো হয়েছিল প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নরেন্দ্র মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট নিয়ে প্রত্যাশা অনেক। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তদের সরকার বিশেষ সুবিধা দিতে পারে। বেতনভোগীদের জন্য আয়কর ছাড়ের সীমা বাড়ানো এবং স্ল্যাব পরিবর্তনের কথাও বলা হচ্ছে।

Central Budget 2024 about PM Kisan Yojana

যেহেতু চার রাজ্যের নির্বাচন আসন্ন, তাই এই রাজ্যগুলির মানুষের আশাও সরকারকে মাথায় রাখতে হচ্ছে। রাজনৈতিকভাবেও সরকার ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছে। তাই আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন টানা সপ্তমবারের জন্য সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন, তখন তাতে কিছু বড় ঘোষণা হতে পারে।

About Author