Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোটোবেলায় গ্রীষ্মের সন্ধ্যায় অরিজিতের বাড়ির ছাদে বসতো চাঁদের হাট, নস্টালজিক ফ্রেম

অরিজিৎ সিং (Arijit Singh) একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। ২৫ শে এপ্রিল ১৯৮৭ সালে তার জন্ম। তিনি মূলত হিন্দি এবং বাংলা ভাষায় গান করেন তবে অন্যান্য বিভিন্ন ভারতীয় ভাষায়ও তিনি গান…

Avatar

By

অরিজিৎ সিং (Arijit Singh) একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। ২৫ শে এপ্রিল ১৯৮৭ সালে তার জন্ম। তিনি মূলত হিন্দি এবং বাংলা ভাষায় গান করেন তবে অন্যান্য বিভিন্ন ভারতীয় ভাষায়ও তিনি গান করেছেন। তিনি জাতীয় পুরষ্কার পেয়েছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরষ্কার পাওয়ার রেকর্ড আছে অরিজিৎ এর। অরিজিৎ তার কেরিয়ার শুরু করেছিলেন যখন তিনি ২০০৫ সালে সমকালীন রিয়েলিটি শো, ফ্রেম গুরুকুলে অংশ নিয়েছিলেন, তবে ২০১৩ সালে “তুম হি হো” এবং “চাহুন মই ইয়া না” মুক্তির আগে তিনি ব্যাপক পরিচিতি পাননি। সমপ্রতি স্পোটিফাই বলে মিউজিক অ্যাপ টি তাঁকে ২০২০ সালের সর্বাধিক প্রবাহিত ভারতীয় শিল্পী হিসাবে ঘোষণা করল।

অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক শিখ পিতা এবং একজন বাঙালি মা এর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাড়িতে খুব অল্প বয়সেই তাঁর সংগীত প্রশিক্ষণ শুরু করেছিলেন। তার মামা তবলা বাজাতেন এবং তাঁর মাও তবলা বাজাতেন এবং গানও করতেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় অরিজিতের ছোটবেলার এক ছবি, যখন লোডশেডিং হলেই তার বাড়ির ছাদে আড্ডা বসতো। সেই আড্ডায় অভিনেতা পরমব্রত এবং আরো অনেক তারকার মিলে বিভিন্ন গানের সমাহার তৈরি করত। কিন্তু তখনও কি এই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে ওঠেনি। তখন সবেমাত্র তারা ক্যারিয়ার শুরু করেছে। সবমিলিয়ে গ্রীষ্মের সন্ধ্যায় লোডশেডিং অরিজিতের বাড়ির ছাদে তৈরী করতো চাঁদের হাট। গানে গানেই কাটত তাদের সন্ধ্যার আড্ডা। সেই সময়ে ফিরে যেতে না পারলেও ক্যামেরাবন্দি করা কিছু নস্টালজিক ফ্রেমের মাধ্যমে স্মৃতিচারণ করা যেতেই পারে। অরিজিতের ছোটবেলার এই নস্টালজিক ফ্রেম হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

২০১৪ সালে, অরিজিৎ সিং বাল্যকালের বন্ধু এবং তার প্রতিবেশী কোয়েল রায়কে বিয়ে করেন।তাদের দুটি সন্তান রয়েছে। অরিজিৎ সিংহ বর্তমানে মুম্বাইয়ের অন্ধেরিতে থাকেন। সিং বলেছেন গায়ক ছাড়াও তিনি ব্যাডমিন্টন খেলোয়াড়, লেখক, চলচ্চিত্রের ফ্রিক এবং একটি ডকুমেন্টারি প্রস্তুতকারক। শোনা যায় তিনি ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য সংগীত গাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

About Author