Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SSC ভবনের ডেটা রুমে কম্পিউটার বিশেষজ্ঞ নিয়ে পৌঁছাল সিবিআই, তদন্ত চলছে সকাল থেকে

হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। এই মামলার একাধিক বিষয় নিয়ে আজকাল সরগরম গোটা রাজ্য রাজনীতি। শাসকদলের সাথে দুর্নীতির যোগসূত্র প্রমাণ হওয়া দেখার জন্য মুখিয়ে…

Avatar

হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। এই মামলার একাধিক বিষয় নিয়ে আজকাল সরগরম গোটা রাজ্য রাজনীতি। শাসকদলের সাথে দুর্নীতির যোগসূত্র প্রমাণ হওয়া দেখার জন্য মুখিয়ে রয়েছে গেরুয়া শিবির। এর আগেও নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য একাধিকবার এসএসসি অফিস অর্থাৎ আচার্য সদনে গিয়েছিল সিবিআই। এবার আজ বৃহস্পতিবার, ১৪ জুলাই সিবিআই এর কম্পিউটার বিশেষজ্ঞরা এসএসসি ভবনে তদন্ত করতে উপস্থিত হয়েছে।

জানা গিয়েছে, আজ সকাল থেকেই এসএসসি অফিসে পৌঁছে গিয়েছে সিবিআই দপ্তরের কম্পিউটার বিশেষজ্ঞরা। তারা তারা অফিসের ডেটা রুমে প্রবেশ করে তদন্ত চালাবেন। বিশেষ করে ভুয়ো সুপারিশপত্র বা ভুয়ো প্যানেলের কোনো রেকর্ড এখনও কোনো কম্পিউটারে আছে নাকি তা দেখতে চাইছে সিবিআই। এসএসসি এর পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও সার্ভার রুম থেকে কোনো নথি পাওয়া যায় নাকি, খতিয়ে দেখবে তদন্তকারীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে আদালতের রায়ের জন্য আপাতত এসএসসি ভবনের সার্ভার রুম বন্ধ রয়েছে। আর সেইজন্য নিয়োগ আটকে রয়েছে। আদালতের অনুমতিতে সার্ভার রুম খুললেই ধাপে ধাপে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে। আর এমন মন্তব্য তিনি সাংবাদিকদের সামনে করার পরেই সিবিআই দপ্তরের কম্পিউটার বিশেষজ্ঞরা আগেভাগে তথ্য সংগ্রহের জন্য পৌঁছে গিয়েছে যাতে আদালতের পক্ষ থেকে এখনই সার্ভার রুম না রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও আদালতে রিপোর্ট জমা দিতে কেন দেরি হচ্ছে এই প্রশ্ন করা হলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্ত মজুমদার জানিয়েছেন, বর্তমানে এসএসসির সার্ভার রুম সিবিআই হেফাজতে রয়েছে। তাই সার্ভার রুম থেকে ডেটা আনা যাচ্ছে না বলে রিপোর্ট তৈরি করা সম্ভব হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, আজ এসএসসি কেলেঙ্কারিতে নতুন করে শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব করেছে সিবিআই।

About Author