নিউজপলিটিক্স

‘মুখ্যমন্ত্রী এবং তার দলকে বাঁচাতেই বদলির সিদ্ধান্ত CBI-র,’ বিস্ফোরক কংগ্রেস নেতা অধীর চৌধুরী

Advertisement
Advertisement

গত বুধবার কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআইয়ের তরফ থেকে বদলি করে দেওয়া হলো সারদা, নারদা ও রোজভ্যালি এই তিন মামলার তদন্তকারী অফিসারদের। সারদা মামলার তদন্তে ছিলেন তথাগত বর্ধন, তাকে কলকাতা থেকে দিল্লি ইউনিটে বদলি করা হয়। নারদা মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত সিনহাকে কলকাতা থেকে দিল্লি ইউনিটে বদলি করা হয়েছে। এবং রোজভ্যালির তদন্তের দায়িত্বে ছিলেন সিবিআইয়ের কলকাতা ইউনিটের অফিসার চোজম শেরপা, এই মহিলা অফিসার ২০১৯ এ গোড়াঁর দিকে আসার পর এই মামলায় কয়েকটি জিগ্যাসাবাদ হয়। তাকেও বদলি করা হয়েছে কলকাতা থেকে ভুবনেশ্বরে। এছাড়াও রোজভ্যালি মামলার অন্যতম অফিসার ডিএসপি ব্রতীন ঘোষালকেও সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন হাওড়ায় একটি সাংবাদিক বৈঠকে বলেন, “মামলার দায়িত্বে যেসব অফিসাররা এতদিন তদন্ত করার পর গোটা ব্যাপারটার জাল আস্তে আস্তে সরিয়ে আনছিলেন, তাঁদেরই বদলি করে দেওয়া হল। এটা আসলে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজভবনে যে বৈঠক হয়েছিল তারই ফল।”

Advertisement

আরও পড়ুন : জনগণনা ও এনপিআর নিয়ে রাজ্যগুলোর সঙ্গে বৈঠক কেন্দ্রের

Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “তৃণমূলের দল তাদের চুরিকে ঢাকা দিতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতেই সিবিআইয়ের অফিসারদের এমন বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যখন রাজিব কুমারকে ধরতে গিয়েছিল সিবিআই তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন মোদী ও শাহের সঙ্গে দেখা করতে এবং তারপরই দৌড়ঝাঁপ বন্ধ হয় আর সব ধামাচাপা পড়ে যায়। তাই এখানেও মমতা ব্যানার্জী নিজেকে এবং তার দলকে বাঁচাতে এই বদলি।”

এই বদলি প্রসঙ্গে তিনি আরও বলেন, “রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যখন তিনি আর্থিক পাওনা মেটানোর কথা জানালেন, সঙ্গে অর্থমন্ত্রীরও থাকার কথা, তিনি একা একা কী কথা বললেন?” প্রধানমন্ত্রীর কলকাতা সফরের দিন রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ বৈঠককে বাম-কংগ্রেস আগেই ‘সেটিং’ এর অ্যাখ্যা দিয়ে সরব হয়েছিলো। সুতরাং এই বদলি বিষয়ক ধন্দে সরব হয়েছেন অনেকেই।

Advertisement

Related Articles

Back to top button