Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৈরি হয়েছে আট পাতার প্রশ্ন তালিকা, ন’জন সিবিআই আধিকারিক অভিষেকের বাড়িতে, অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

কলকাতা: নয় সদস্যের দল তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে আট পাতার প্রশ্ন তালিকা ইতিমধ্যেই সকাল প্রায় সআড়ে এগারোটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অভিষেকের স্ত্রী রুজিরা…

Avatar

কলকাতা: নয় সদস্যের দল তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে আট পাতার প্রশ্ন তালিকা ইতিমধ্যেই সকাল প্রায় সআড়ে এগারোটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু সিবিআই যাওয়ার আগে অভিষেকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। দশ মিনিট থেকে বেরিয়া আসেন মমতা। আর কিছুক্ষণের মধ্যে তবে জিজ্ঞাসাবাদ পর্ব কী কী বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তার একটি সিনপসিস ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

তবে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী সিবিআই অভিষেকের বাড়িতে পৌঁছানোর আগে কী করছিলেন। এই প্রসঙ্গে এই মুহূর্তে রাজ্য-রাজনীতি সরগরম। সূত্রের খবর, ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। কিন্তু এসব থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বিল্ডিংয়ের বাড়িতে সিবিআই হানা দেবে ঠিক তার কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছিলেন অভিষেকের বাড়িতে এসেই প্রশ্ন উঠছে। এটা কি কোন ইঙ্গিত দিচ্ছে? সেই নিয়ে কিন্তু বিরোধী শিবির কটাক্ষ করবে তৃণমূল-কংগ্রেসকে আগামীর সময় এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গেছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করার জন্য সিবিআই এর নয়জন আধিকারিক ইতিমধ্যেই শান্তিনিকেতন বিল্ডিংয়ে অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন। যেখানে অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার উপস্থিত রয়েছেন। এখন অভিষেকের শ্যালিকাকে গতকাল জিজ্ঞাসাবাদের পর আজ তার স্ত্রীকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য-রাজনীতি।

About Author