Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এখন থেকে Swift কিনলে দিতে হবে না GST, মাত্র ৫ লক্ষ টাকায় পেয়ে যাবেন একটা নতুন গাড়ি

দেশের যুবক এবং সুরক্ষা বাহিনীর কর্মীদের জন্য মারুতি সুজুকি সুইফট এবার উপলব্ধ করে দেওয়া হল ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট অর্থাৎ CSD তে। দেশের সেবায় নিযুক্ত এই ব্যক্তিরা এবার থেকে খুব সস্তায়…

Avatar

দেশের যুবক এবং সুরক্ষা বাহিনীর কর্মীদের জন্য মারুতি সুজুকি সুইফট এবার উপলব্ধ করে দেওয়া হল ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট অর্থাৎ CSD তে। দেশের সেবায় নিযুক্ত এই ব্যক্তিরা এবার থেকে খুব সস্তায় মারুতি সুজুকি সুইফট গাড়িটি কিনতে পারবেন। এই মুহূর্তে মাত্র ৮৬ হাজার টাকা থেকে ১.১৮ লক্ষ টাকার ডিসকাউন্ট প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন মারুতি সুজুকি সুইফট। সুইফটের সবথেকে সাশ্রয়ী ১.২ লিটার ভারিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৫ লক্ষ ১৩ হাজার টাকায়। শোরুমে সাধারণ গ্রাহকদের জন্য এই গাড়িটির দাম ৫ লক্ষ ৯৯ হাজার টাকা। অর্থাৎ ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট থেকে কিনলে ৮৬০০০ হাজার টাকার উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই গাড়ির উপরে।

একইভাবে যদি ১.২ লিটার Vxi অটোমেটিক গাড়িটি কেনার পরিকল্পনা থাকে তাহলে মাত্র ৬ লক্ষ ৪৭ হাজার টাকায় এই গাড়িটি কেনা যাচ্ছে। সিএসডি থেকে এই গাড়িটি কিনলে এতটা সস্তায় আপনি পাচ্ছেন কিন্তু যদি আপনি সাধারণ শোরুম থেকে কেনেন তাহলে এই গাড়ির দাম ৭ লক্ষ ৫০ হাজার টাকা। সিএসডি থেকে কিনলে ৯৭১৭৭ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই গাড়ির উপরে। এর পাশাপাশি সিএনজি বিকল্প সম্পর্কে কথা বলতে গেলে, সিএনজি বিকল্পের maruti suzuki swift পাওয়া যাবে মাত্র ৬ লক্ষ ৮০ হাজার টাকা থেকে। সাধারণ শোরুমে এই গাড়ির দাম ৭ লক্ষ ৮৫ হাজার টাকা। সৈন্যরা এই গাড়ির উপরে ১ লক্ষ ৪ হাজার ২৪৫ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন থেকে Swift কিনলে দিতে হবে না GST, মাত্র ৫ লক্ষ টাকায় পেয়ে যাবেন একটা নতুন গাড়ি

অন্যদিকে মারুতি সুজুকি সুইফট CNG ZXI ভ্যারিয়েন্ট সম্পর্কে কথা বললে সিএসডি থেকে মাত্র ৭,৩৫,০৪২ টাকায় কেনা যাবে এই গাড়িটি। এই গাড়ির সাধারণ এক্স শোরুম মূল্য ৮,৫৩,০০০ টাকা। সিএসটি থেকে কিনলে ১ লক্ষ ১৭ হাজার ৯৫৮ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে । এই গাড়িটি সম্পর্কে যদি একটু বিস্তারিত বিবরণ দেওয়া যায় তাহলে কোম্পানি এই মুহূর্তে এই গাড়ির চারটি ভেরিয়েন্ট নিয়ে আসে, LXI, VXI, ZXI, ZXI+। এই চারটি ট্রিমের মধ্যে VXI ও ZXI ট্রিমে সিএনজি বিকল্প পাওয়া যায়। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। স্বয়ংক্রিয় ৫ স্পিড ট্রান্সমিশন এবং ৫ স্পিড গিয়ার বক্স রয়েছে এই গাড়িতে। এই গাড়ির মাইলেজ ক্ষমতা প্রায় ২২ কিলোমিটার প্রতি লিটার। সিএনজি বিকল্পে এই গাড়ির মাইলেজ ৩০.৯০ কিলোমিটার প্রতি কেজি।

About Author