Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ কার্নিভালের জন্য সাজ সাজ রব রেড রোডে! বন্ধ থাকতে চলেছে একগুচ্ছ রাস্তা

পুজো শেষ, মণ্ডপে মণ্ডপে কমেছে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের ভিড়। যেসব প্রতিমা গুলি হাতছাড়া হয়েছে এখনও সুযোগ রয়েছে সেগুলিকে আর একবারের জন্য চোখের দেখা দেখার।দশমীর পরেই রেড রোডে হয় দুর্গা পুজোর…

Avatar

পুজো শেষ, মণ্ডপে মণ্ডপে কমেছে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের ভিড়। যেসব প্রতিমা গুলি হাতছাড়া হয়েছে এখনও সুযোগ রয়েছে সেগুলিকে আর একবারের জন্য চোখের দেখা দেখার।দশমীর পরেই রেড রোডে হয় দুর্গা পুজোর কার্নিভাল। তাই প্রতি বছরের ন্যায় এবছরও সেজে উঠেছে রেড রোড।

আজ, শুক্রবার রেড রোডে হবে দুর্গা পুজোর কার্নিভাল।এবারের থিম রাঙা মাটির বাংলা।বাঁকুড়ার পোড়া মাটির শিল্পে সাজানো হয়েছে রেড রোড আর মূল মঞ্চে থাকবে বাঁকুড়ার টেরাকোটার কাজ। কার্নিভালের শোভাযাত্রা শুরু হবে খিদিরপুর এর দিক থেকে তাই কার্নিভালের জন্য যেসব গাড়ি আসবে এ জি সি বোস রোডে থেকে উত্তর মুখী হয়ে হসপিটাল রোড যেতে পারবে। তথ্য ও সংস্কৃতি দফতরের সূত্রে খবর কলকাতাসহ মোট ৭৯ টি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। এর মধ্যে শহরতলি ও বিভিন্ন জেলার বেশ কয়েকটি পুজো কমিটি রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এই উপলক্ষেই বন্ধ রাখা হবে রেড রোড সহ বেশকয়েকটি রাস্তা।যেসব রাস্তা গুলি বন্ধ হবে এক নজরে দেখে নিন তাদের তালিকা – বৃহস্পতিবার রাত ১২ টা থেকে বন্ধ করা হয়েছে রেড রোড। এছাড়া আজ সম্পূর্নরূপে বন্ধ করে দেওয়া হবে লাভার্স রোড,কুইন্সওয়ে, পলাশী গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প। দুপুর ১২ টার পর থেকে ভারী যানবাহন বন্ধ থাকবে এ জে সি বোস রোড, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স

About Author