Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৭ সিটার গাড়ির দাম ৫ লাখ টাকার কম, দেখুন তালিকা

বর্তমানে ভারতে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই অবস্থায় দাড়িয়ে সকলেই চাইছেন যেন নিজের একটা গাড়ি থাকুক। কিন্তু সকলের কাছে হয়তো সেরকম বাজেট নেই। অনেকে আবার…

Avatar

বর্তমানে ভারতে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই অবস্থায় দাড়িয়ে সকলেই চাইছেন যেন নিজের একটা গাড়ি থাকুক। কিন্তু সকলের কাছে হয়তো সেরকম বাজেট নেই। অনেকে আবার খুব একটা বেশি পয়সা খরচ করতে চান না কিন্তু সেই কম পয়সার মধ্যে খুব একটা ভালো গাড়ি পাচ্ছেন না। আপনাদের সকল সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি এমন ৫টি গাড়ির সন্ধান যা আপনাকে সস্তার মধ্যে দিয়ে দেবে দারুন স্পেসিফিকেশন এবং দুর্দান্ত লুক।

এই তালিকায় প্রথম গাড়িটি তৈরি করেছে ভারতীয় জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি রেনল্ট এবং এই গাড়িটির নাম দেওয়া হয়েছে Renault Triber। এই গাড়িটি একটি ৭ সিটার গাড়ি এবং এই গাড়িটির এক্স শোরুম দাম মাত্র ৫.৬৯ থেকে ৮.২৫ লক্ষ টাকা। এটি একটি ১০ ভেরিয়েন্ট এর ইঞ্জিন অপশন সহ গাড়ি। এই গাড়িতে আপনারা ২ ট্রানস্মিশন ম্যানুয়াল এবং এ এম টি পেয়ে যাবেন। এছাড়াও এই গাড়ি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১০টি আলাদা আলাদা রংয়ের অপশনে আপনাকে পেয়ে যাবেন। এই গাড়িতে ১৮.২৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেওয়া হচ্ছে। দ্বিতীয় গাড়িটি হলো ডাৎসন গো। এই গাড়িটি একটি ৭ সিটার গাড়ি এবং এই গাড়িটির অন রোড দাম শুরু হচ্ছে ৪.৯০ লক্ষ টাকা থেকে। এটি আপনারা পেয়ে যাবেন ৬টি আলাদা আলাদা রং এর অপশনে। এখানে আপনারা ২ ট্রান্সমিশন ম্যানুয়াল এবং এএমটি পেয়ে যাচ্ছেন। এই গাড়ির মাইলেজ সর্বাধিক ১৯.০২ কিলোমিটার প্রতি লিটার।

তৃতীয় গাড়িটি হলো মারুটি সুজুকি এরটিগা। এই গাড়িটি একটি ৭সিটার গাড়ি এবং এর এক্স শোরুম প্রাইস ৮.১৩ থেকে ১০.৮৫ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করে। এই গাড়িতে ২ ট্রানস্মিশন ম্যানুয়াল এবং অটোমেটিক টর্ক কনভার্টার ব্যবস্থা থাকছে। এই গাড়ির মাইলেজ ২৬.২ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত হতে পারে।

পরের গাড়িটি হলো মাহিন্দ্রা বোলেরো নিও। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ৭ সিটার কম্প্যাক্ট এসইউভি সিস্টেম এবং এই গাড়ির এক্স শোরুম প্রাইস ৯.০০ থেকে ১১.৩৪ লক্ষ টাকার মধ্যে থাকে। এই গাড়িতে আপনারা চারটি ভেরিয়েন্ট পাবেন। এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন ৬টি রঙের অপশনে এবং এই গাড়ির মাইলেজ সর্বাধিক ১৭.২৯ কিলোমিটার প্রতি লিটার।

এই তালিকার শেষ গাড়িটি হল কিয়া কোম্পানির কেরেন্স। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ৭টি সিট এবং তার সাথেই থাকছে দুটি আলাদা আলাদা ইঞ্জিন এর অপশন। এই গাড়িটির এক্স শোরুম প্রাইস ৮.৯৯ লক্ষ টাকার কাছাকাছি। এই গাড়িটি ৮টি রংয়ের অপশনে আপনারা পাবেন। এই গাড়িতে আপনাকে ২১ কিলোমিটার এর মাইলেজ দেওয়া হচ্ছে। সবথেকে বড় ব্যাপারটা হল এই গাড়িতে পেট্রোল এবং ডিজেল দুটি অপশন আপনারা পাচ্ছেন।

About Author