Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশ্বকাপে পাকিস্তানের হারের হ্যাটট্রিক, সেমিফাইনালে পৌঁছানোর আশা এখন দুঃস্বপ্ন বাবর বাহিনীর

২০২৩ বিশ্বকাপে নিজেদের যাত্রা দুর্দান্ত শুরু করেও সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যেতে বসেছেন বিশ্বকাপের অন্যতম দাবিদার দল পাকিস্তান। গ্রুপ পর্যায়ের প্রথম দুটি ম্যাচে বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে ট্রফির অন্যতম…

Avatar

২০২৩ বিশ্বকাপে নিজেদের যাত্রা দুর্দান্ত শুরু করেও সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যেতে বসেছেন বিশ্বকাপের অন্যতম দাবিদার দল পাকিস্তান। গ্রুপ পর্যায়ের প্রথম দুটি ম্যাচে বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে ট্রফির অন্যতম সেরা দাবিদার হয়ে উঠেছিল পাক-বাহিনী। তবে এখন সেমিফাইনালে পৌঁছানোই দুষ্কর হয়ে পড়েছে বাবর বাহিনীরদের জন্য। শেষ তিন ম্যাচে টানা পরাজয়ের হ্যাটট্রিকের ফলে সেমিফাইনাল ধীরে ধীরে হাতের নাগালের বাইরে যাচ্ছে পাকিস্তানের জন্য।

আজ্ঞে হ্যাঁ, বিশ্বকাপের প্রবল দাবিদার পাকিস্তান ইতিমধ্যে ৫টি ম্যাচ খেলে ফেলেছে। যার মধ্যে নেদারল্যান্ডস এবং শ্রীলংকার বিপক্ষে জয় লাভ করেছে বাবর আজমরা। বাকি তিনটি ম্যাচে লজ্জা জনক ভাবে পরাজিত হয়েছে তারা। বিশেষ করে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর লড়াই থেকে অনেকটা দূরে ছিটকে গেছে শক্তিশালী এই দলটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাকি ৪টি ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে বাবর আজমদের। যদিও সেই কাজ এখন পাকিস্তানের জন্য অনেকটা কঠিন হয়ে পড়েছে পড়ে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেমিফাইনাল নিশ্চিত করতে ১২ পয়েন্টস অর্জন করতে হবে পাকবাহিনীকে। আর তার জন্য বাকি থাকা চারটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে তাদের।

তবে বাকি চারটি ম্যাচে জয় নিশ্চিত করা পাকিস্তানের পক্ষে যথেষ্ট কঠিন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, আগামী চারটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ফলে সবকটি ম্যাচে জয় নিশ্চিত করে সেমিফাইনালে পৌঁছানো পাকিস্তানের পক্ষে এক প্রকার অসম্ভব বলে ধরে নেওয়া যেতেই পারে। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার খুব কাছে দাঁড়িয়ে রয়েছে ভারত। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।

About Author