Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে এবার শেষ হবে কোকাকোলার দাপট, বিদেশি কোম্পানিকে হারাতে মুকেশ আম্বানি ফিরিয়ে আনছেন ভারতীয় এই কোলা ব্র্যান্ডটিকে

বিদেশি বড় কোম্পানির সামনে টিকতে না পেরে বিগত বহু বছর ধরে হারিয়ে গিয়েছে ভারতের নস্টালজিক কিছু ব্র্যান্ড। যেরকম সময়ে কোকাকোলা কোম্পানি ভারত জুড়ে বিখ্যাত হয়ে উঠেছিল, সেই সময় ভারতে আরো…

Avatar

বিদেশি বড় কোম্পানির সামনে টিকতে না পেরে বিগত বহু বছর ধরে হারিয়ে গিয়েছে ভারতের নস্টালজিক কিছু ব্র্যান্ড। যেরকম সময়ে কোকাকোলা কোম্পানি ভারত জুড়ে বিখ্যাত হয়ে উঠেছিল, সেই সময় ভারতে আরো একটি কোম্পানি ছিল যেটি ছিল সেই সময় ভারতের সব থেকে বড় কোল্ড ড্রিংকস ব্র্যান্ড। পরবর্তীতে কোকাকোলা, পেপসি থামস আপ সহ অন্যান্য ব্র্যান্ড গুলি মার্কেট দখল করে নেওয়ার কারণে ভারতের ওই ঐতিহ্যবাহী কোল্ড ড্রিঙ্কস ব্র্যান্ড ধীরে ধীরে মার্কেট থেকে হারিয়ে যায়। ওই ব্র্যান্ডের নাম ছিল ক্যাম্পা কোলা।

১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভারতে একটা দীর্ঘ সময় পর্যন্ত ব্যবসা করেছিল এই ব্র্যান্ড। এই ব্র্যান্ডের মালিক ছিলেন হাদিল আজিজ। কিন্তু পরবর্তীতে বিদেশি বেশ কিছু বড় বড় কোম্পানি চলে আসার কারণে মার্কেট থেকে হারিয়ে যেতে শুরু করে ক্যাম্পা কোলা। একটা সময় এমন হয় যখন মার্কেট থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় এই ব্র্যান্ডের কোল্ড ড্রিংক। কিন্তু এবারে মুকেশ আম্বানির হাত ধরে আবারো ফিরতে চলেছে এই ব্র্যান্ড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিগ বাজার অধিগ্রহণের মাধ্যমে ভারতের গ্রসারি মার্কেটে নিজের আধিপত্য তৈরি করার পর এবার সফট ড্রিংসের বাজার দখল করার উদ্যোগ নিয়েছেন মুকেশ আম্বানি। এই কারণেই ২২ কোটি টাকাতে তিনি কিনে নিতে চলেছেন ক্যাম্পাকোলা কোম্পানিটিকে। শীঘ্রই নব রূপে এই কোলা কোম্পানিকে গ্রাহকদের জন্য নিয়ে আসা হবে। এই মুহূর্তে দেশে কোকাকোলা এবং পেপসির মতো কোম্পানি ব্যবসা চালানোর কারণে এই মার্কেট পুরোপুরি বিদেশি হাতে চলে গিয়েছিল। অর্থনীতিবিদরা মনে করছেন ক্যাম্পাকোলা কোম্পানিটি যদি আরো একবার মুকেশ আম্বানির হাত ধরে ভারতের বাজারে ফিরে আসে, তাহলে দুটি আমেরিকান কোম্পানিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে।

About Author