Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর! শীঘ্রই করোনা টিকা আনতে চলেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

লন্ডন : মার্চ মাসের শেষ থেকেই সারা বিশ্বে বেড়েছে করোনার প্রকোপ। হাওয়ার মধ্যে ভেসে বেড়ানো করোনা ইতিমধ্যেই তচনছ করে দিয়েছে পৃথিবীর গোটা চিত্র। তার জেরে বন্ধ স্কুল, কলেজ। থেমে গেছে…

Avatar

লন্ডন : মার্চ মাসের শেষ থেকেই সারা বিশ্বে বেড়েছে করোনার প্রকোপ। হাওয়ার মধ্যে ভেসে বেড়ানো করোনা ইতিমধ্যেই তচনছ করে দিয়েছে পৃথিবীর গোটা চিত্র। তার জেরে বন্ধ স্কুল, কলেজ। থেমে গেছে স্বাভাবিক জীবন যাত্রা, আগের মতন না হলেও এবার এক এক করে খুলছে শপিং মল, মন্দির, মসজিদ, অফিস এবং দোকান পত্র কিন্তু তবুও তার মধ্যে রয়েছে সংকোচ এবং নানা অসুবিধা। আর মাস্ক এবং স্যানিটাইজার তো এখন মানুষের আত্মরক্ষার বন্ধু হয়ে দাঁড়িয়েছে।আর এসবের মাঝেই দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড টিকার এখন বিভিন্ন পর্যায়ের ট্রায়াল চলছে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে সাহায্য করতে এগিয়ে এলো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এই দুই প্রতিষ্ঠান মিলে এমন একটি শক্তিশালি টিকা তৈরি করছে যার মাধ্যমে শুধু করোনা নয়,  ভবিষ্যতের যাবতীয় করোনা ভাইরাসকেও নির্মূল করা যাবে। তবে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে।গতকাল থেকেই এই টিকার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু  করা হয়েছে। এই টিকার নাম রাখা হয়েছে ডিআইওএস-কোভ্যাক্স ২। খুব তাড়াতাড়িই এই টিকা বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে , কেমব্রিজও বিশ্ববিদ্যালয়।
About Author