Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৫০ টাকা সেভিংস করে পেয়ে যান ২২ লক্ষ টাকা, জানুন কিভাবে করবেন বিনিয়োগ

আজকের দিনে বাচ্চাদের শিক্ষার জন্য লাখ লাখ টাকা খরচ হয়ে যায় কারণ এখনকার দিনে এই শিক্ষা বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে। এটা অভিভাবকদের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে।…

Avatar

আজকের দিনে বাচ্চাদের শিক্ষার জন্য লাখ লাখ টাকা খরচ হয়ে যায় কারণ এখনকার দিনে এই শিক্ষা বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে। এটা অভিভাবকদের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। মধ্যবিত্ত মানুষের জন্য এখন উচ্চশিক্ষা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। সেই কারণেই যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে অল্প বয়সেই আপনাকে আপনার সন্তানদের জন্য সঞ্চয় করা শুরু করতে হবে। ভবিষ্যতে যাতে কোন সমস্যায় না পড়তে হয় তার জন্য আপনাকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাখতে হবে আগে থেকেই। আজকে আমরা আপনাকে বলতে যাচ্ছি কিভাবে আপনি আপনার সন্তানের জন্য কোন ঋণ ছাড়াই উচ্চ শিক্ষা পেতে পারেন।

আপনাকে আপনার সন্তানদের উচ্চশিক্ষা প্রদানের জন্য বিশাল কিছু সঞ্চয় করতে হবে না। আপনি ছোট সঞ্চয় করেও একটা বড় তহবিল তৈরি করতে পারেন। মনে করুন আপনার সন্তান রয়েছে এবং ২০২৩ সালে তার বয়স হবে তিন বছর। তার ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত আপনাকে ২২ লক্ষ টাকার বেশি টাকা জমা করতে হবে। এই টাকা আপনি তার উচ্চশিক্ষার জন্য ব্যবহার করতে পারেন। এই টাকাটার জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ২২ লক্ষ টাকার ফান্ড তৈরি করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাকে প্রতিদিন ১৫০ টাকা করে সেভিংস করতে হবে। অর্থাৎ চার হাজার ৫০০ টাকা সেভিংস করে আপনাকে ৫৪ হাজার টাকা পর্যন্ত সেভিংস করতে হবে প্রতিবছরে। যদি আপনি ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনাকে ৮ লক্ষ ১০ হাজার টাকা সেভ করতে হবে এবং এই পুরো টাকা আপনাকে মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করতে হবে। আপনি যদি ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করেন এবং লং টার্ম রিটার্ন এ বিনিয়োগ করেন তাহলে ১২ শতাংশ সুদ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি ১৫ বছরে ১৪ লক্ষ ৬০ হাজার ৫৯২ টাকা রোজগার করতে পারবেন শুধুমাত্র সুদ থেকে। অর্থাৎ সবমিলিয়ে আপনি ২২ লক্ষ ৭০ হাজার ৫৯২ টাকা পেয়ে যাবেন।

About Author