খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুর এই তিন কেন্দ্রে হওয়া উপনির্বাচনে প্রবল ভাবে ভরাডুবি হয়েছে বিজেপির। ২০২১ এ বাংলায় ক্ষমতায় আসার যে স্বপ্ন তারা দেখছিল তা হঠাৎই যথেষ্টই কঠিন মনে হচ্ছে তাদের কাছে। এমন অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় কে সরিয়ে দেওয়া হলো।
উপনির্বাচনে হারের জন্যেই যে তাকে সরানো হচ্ছে একথা পরিষ্কার। সূত্রের খবর পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে তাঁকে পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে পর্যবেক্ষণের জন্য। পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীর জায়গায় আসতে পারেন পি মুরলীধর রাও। কৈলাস বিজয়বর্গীর সাথে সরতে হতে পারে সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকেও। তার জায়গায় দায়িত্বে আসতে পারেন পি মুরলীধর রাও এর কোনো ঘনিষ্ট ব্যক্তি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০১৯ এ লোকসভা নির্বাচনে এরাজ্যে ১৮টি আসন পাওয়ার পর থেকেই বিজেপি ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে জেতার জন্যে ঝাঁপিয়েছিল। কিন্তু সদ্য হওয়া এই তিন কেন্দ্রের উপনির্বাচন বিজেপির কাছে বড় ধাক্কা। হারার পর থেকেই দলের অন্তর্দ্বন্দ্ব সামনে এসে গেছে। সাংগঠনিক দূর্বলতায় যে হারের মূল কারণ তা বিজেপির কেন্দ্রীয় নেতারাও বুঝতে পেরেছেন।
আর এই জন্যেই কৈলাস বিজয়বর্গীকে সরিয়ে পি মুরলীধর রাওকে আনা হচ্ছে বলে খবর। পি মুরলীধর রাও আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের খুব ঘনিষ্ঠ। তেলেঙ্গানার নেতা পি মুরলীধর রাও তেলেঙ্গানায় বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা নিয়েছেন অতীতে। তাই পশ্চিমবঙ্গের ব্যাপারে তার উপর একবার ভরসা করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।