যদি শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডের মত স্কিমে আপনি বিনিয়োগ করতে ইচ্ছুক না থাকেন তাহলে আপনাদের জন্য একটি দারুন সুযোগ নিয়ে এসেছে ভারতীয় ডাক বিভাগ। এবার থেকে আপনি সহজেই পোস্ট অফিসে মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করে ৫.২২ লক্ষ টাকার তহবিল তৈরি করতে পারবেন, তাও আবার মাত্র ৫ বছরে। পোস্ট অফিস আপনাদের জন্য এরকমই একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছে যার নাম দেওয়া হয়েছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। এই প্রকল্পের সাহায্যে আপনি একটি নিরাপদ বিনিয়োগ করতে পারবেন এবং ম্যাচিউরিটির সময় প্রচুর লাভ করতে পারবেন। পোস্টাল ডিপার্টমেন্টের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প আপনাকে অল্প বিনিয়োগে ভালো রিটার্ন দিতে সক্ষম। আপনি আপনার বাড়ীর সামনের যে কোন পোস্ট অফিস থেকে এই প্রকল্প গ্রহণ করতে পারেন।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট এর মাধ্যমে আপনি কম বিনিয়োগে দারুন লাভ পেতে পারেন। এই প্রকল্পে আপনি সম্পূর্ণ কর ছাড় পেয়ে যাবেন এবং আপনাকে এর জন্য মাসে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে হবে। এই প্রকল্পে প্রতি মাসে বিনিয়োগের পরিমাণের বিশেষ কোন সীমা নেই। আপনি যত ইচ্ছা টাকা বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পে। তবে হ্যাঁ বড় কথাটা হল, আপনি যদি রেকারিং ডিপোজিট খোলেন তাহলে যে টাকায় আপনি রেকারিং ডিপোজিট খুলছেন সেই টাকা আপনাকে প্রতিমাসে কিন্তু পেমেন্ট করতে হবে। যদি আপনি সেই টাকা পেমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপোস্ট অফিস রেকারিং ডিপোজিট একাউন্ট ৫ বছরের জন্য খোলা যায়। একেবারে অল্প সময়ের জন্য কিন্তু এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। প্রতি তিন মাস অন্তর জমা করা টাকার উপরে আপনি সুদ পাবেন এবং প্রতি তিন মাসের শেষে আপনার একাউন্টে চক্রবৃদ্ধি হারে সুদ জমা করা হবে পোস্ট অফিসের তরফ থেকে। এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্পে আপনি ৫.৮% হারে সুদ পেয়ে যাচ্ছেন। ভারতের অন্যান্য ব্যাংকের রেকারিং ডিপোজিট এর তুলনায় অনেক বেশি সুদের হার আপনাকে অফার করবে ভারতীয় ডাক বিভাগ। ভারতের যেকোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া আপনি নিজের স্বামী অথবা স্ত্রীর সাথে যৌথ একাউন্ট খুলতে পারেন। যদি কেউ নাবালক হন তাহলে তার অভিভাবকের পক্ষ থেকে একাউন্ট খোলা যেতে পারে। যদি সেই নাবালকের বয়স ১০ বছরের বেশি হয় তাহলে সে তার নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারে।
তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কত টাকা লাভ হবে আপনার এই একাউন্টে টাকা বিনিয়োগ করলে। আগেই বলেছি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট আপনি পাঁচ বছরের জন্য খুলতে পারবেন। সেই হিসেবে দেখতে গেলে যদি আপনি প্রতিদিন ২৫০ টাকা করে এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে সেই হিসেবে দেখতে গেলে প্রতি মাসে আপনি বিনিয়োগ করছেন ৭৫০০ টাকা। সেই নিরিখে যদি ৫.৮ শতাংশ করে আপনি বার্ষিক সুদ পান তাহলে পাঁচ বছর পর আপনি ৫,২২,৭২৫ টাকা পেয়ে যাবেন।