Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Railway Rules: এবার তৎকাল টিকিট করার সাথে সাথে বুকিং হবে আসন, এই সহজ পদ্ধতিতে করুন আবেদন

বর্তমানে ভারতবাসীদের জন্য রেল পথ সবচেয়ে সেরা যোগাযোগ ব্যবস্থা। কম সময়ের মধ্যে এবং কম খরচে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় বলে প্রায় প্রত্যেক যাত্রীর প্রথম পছন্দের তালিকায়…

Avatar

বর্তমানে ভারতবাসীদের জন্য রেল পথ সবচেয়ে সেরা যোগাযোগ ব্যবস্থা। কম সময়ের মধ্যে এবং কম খরচে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় বলে প্রায় প্রত্যেক যাত্রীর প্রথম পছন্দের তালিকায় থাকে ভারতীয় রেল। আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে ভারতে প্রায় প্রতিদিন ১১ হাজার লোকাল ট্রেনের পাশাপাশি ৫ হাজারের বেশি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে ভারতীয় রেলওয়ে। ফলে সাধারণ যাত্রীদের কাছে ভারতীয় রেল ভারত সরকারের এক উপহার ছাড়া আর কিছুই নয়।

আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে সারা ভারতে দৈনিক প্রায় কুড়ি কোটি মানুষ ভারতীয় রেলের সুবিধা গ্রহণ করে থাকে। আর সেই কারণে দূরপাল্লার ট্রেন গুলিতে রীতিমতো ভিড় জমে থাকে। ফলে অনেক সাধারণ যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী আসন কিংবা পছন্দ অনুযায়ী ট্রেনে টিকিট ক্রয় করতে পারেন না। তবে আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ভারতীয় রেলের এমন একটি দুর্দান্ত পরিকল্পনার সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি আপনার যাত্রাকে আরামদায়ক এবং চিন্তাহীন করে তুলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনারা নিশ্চয়ই জানেন, ভারতীয় রেল যাত্রীদের জন্য তৎকাল টিকিট উপলব্ধ করায়। যা ট্রেন ছাড়ার একদিন আগে IRCTC-র ওয়েবসাইট থেকে গ্রহণ করতে পারেন গ্রাহকরা। তবে সে ক্ষেত্রেও রয়েছে একাধিক বাধা-নিষেধ। যাত্রীরা ট্রেন ছাড়ার নির্দিষ্ট দিনের পূর্ববর্তী দিনে এসি কমরার জন্য সকাল ১০টা থেকে এবং নন-এসি কমরার জন্য সকাল ১১টা থেকে টিকিট ক্রয় করতে পারেন। তবে সেখানেও রয়েছে লক্ষ লক্ষ যাত্রীদের ভিড়। ফলে তৎকাল টিকিট ক্রয় করতে চাইলেও অনেকেই ক্রয় করতে পারেন না। তবে কয়েকটি ছোট ধাপ মেনে চললেই আপনিও বাড়ি বসে তৎকাল টিকিটের মাধ্যমে নিশ্চিত আসন পাবেন ভারতীয় রেলে।

কিভাবে টিকিট কাটবেন?

তৎকাল টিকিটে নিশ্চিত আসন সংরক্ষণ করার জন্য প্রথমে আপনাকে স্মার্টফোন অথবা কম্পিউটারে IRCTC-র ওয়েবসাইট খুলে নিতে হবে।

ফোন নাম্বারের সাহায্যে নিজেকে ভেরিফাই করার পাশাপাশি নিজের সমস্ত তথ্য সহ একটি প্রোফাইল তৈরি করতে হবে IRCTC-র ওয়েবসাইটে।

এরপর ভারতীয় রেলের তরফ থেকে পাওয়া পাসওয়ার্ড এবং লগইন আইডির সাহায্যে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট ট্রেনের আসন নির্বাচন করতে হবে।

যখন তৎকাল টিকিট বুকিং শুরু হবে তখন শুধুমাত্র নিজের প্রোফাইল থেকে সমস্ত তথ্য কপি করে পেস্ট করে দিলেই মুহূর্তের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ফর্ম ফিলাপ হয়ে যাবে।

এই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য যাত্রীদের তুলনায় দ্রুত আসন সংরক্ষণ করতে পারবেন আপনি। ফলে তৎকাল টিকিট কেটেও নিজের পছন্দমত আসন নির্বাচন করার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন আপনি।

About Author