Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৩৬ হাজার টাকায় কিনে ফেলুন আপনার স্বপ্নের Royal Enfield, দেখুন এই বাইকের দাম এবং ফিচার

রয়েল এনফিল্ড কোম্পানির সব থেকে জনপ্রিয় কয়েকটি বাইকের মধ্যে একটি হলো কন্টিনেন্টাল জিটি ৬৫০। এই বাইকের আকর্ষণীয় চেহারা এবং দুর্দান্ত কিছু বৈশিষ্ট্যের কারণে ভারতে মানুষ জনের মধ্যে এই বাইকের একটা…

Avatar

রয়েল এনফিল্ড কোম্পানির সব থেকে জনপ্রিয় কয়েকটি বাইকের মধ্যে একটি হলো কন্টিনেন্টাল জিটি ৬৫০। এই বাইকের আকর্ষণীয় চেহারা এবং দুর্দান্ত কিছু বৈশিষ্ট্যের কারণে ভারতে মানুষ জনের মধ্যে এই বাইকের একটা দুরন্ত ক্রেজ রয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম ৩.১৯ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং ৩.৪৫ লক্ষ টাকার মধ্যে থাকে। এই বাইকে আপনারা বেশ কিছু এমন ফিচার পেয়ে যান যেগুলো অনেক দামি বাইকে পাওয়া যায়। রয়েল এনফিল্ড কোম্পানির বাইক এমনিতে অন্যান্য বাইকের থেকে দামি হলেও, এতে আপনাকে যে ফিচার এবং যে ব্র্যান্ড ভ্যালু অফার করা হয়, সেই তুলনায় কিন্তু দাম অনেকটাই কম। ফলে বলতে গেলে কন্টিনেন্টাল বাইকটি এই কোম্পানির সবথেকে সফল বাইকের মধ্যে একটি।তবে, রয়েল এনফিল্ড বাইক কেনার শখ থাকলেও অনেকের বাজেট থাকেনা। তাই তাদের জন্যই একটা নতুন স্কিম হাজির হয়েছে বাইক দেখো কোম্পানিটি। এই কোম্পানির মাধ্যমে আপনি খুবই সস্তায় বাইক কিনতে পারবেন। রয়েল এনফিল্ড জিটি ৬৫০ বাইকটি কিনতে হলে আপনাকে এখন থেকে মাত্র ৩৬ হাজার টাকা ডাউনপেমেন্ট দিতে হবে। ডাউন পেমেন্ট দিলেই আপনি খুবই সহজে বাইক পেয়ে যাবেন। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শক্তিশালী ইঞ্জিন এবং ফিচার

রয়েল এনফিল্ড কোম্পানির কন্টিনেন্টাল জিটি ৬৫০ বাইকে আপনারা পেয়ে যাবেন একটি রেট্রো ক্লাসিক ক্যাফে রেসার ডিজাইন। এই বাইকে রয়েছে ৬৪৭.৯৫ সিসি ইনলাইন টুইন সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন। এই বাইকটি BS6 নিয়ম ফলো করে। এই ইঞ্জিন ৪৭.৪ PS শক্তি এবং ৫২.৩ NM টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিনের সাথে এই বাইকে থাকে ৬ স্পিড কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্স এবং তার সাথেই থাকে ১২.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক। Royal Enfield তার Continental GT 650 বাইকটি ৬টি ভেরিয়েন্টে পেশ করেছে Dux Deluxe, British Racing Green, Rocker Red, Slipstream Blue, Apex Grey এবং MR Clean।

সাসপেনশন এবং শক্তিশালী ব্রেক

এই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলে সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে এবং পিছনের দিকে অ্যাডজাস্টেবল প্রিলোড সহ টুইন গ্যাস চার্জড শক অ্যাবজর্বার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ভাল ব্রেকিং ডিউটির জন্য, এটি সামনে এবং পিছনের দিকে ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS সহ বাজারে এসেছে।
About Author