টেক বার্তা

বাম্পার অফার! নতুন বছরে মাত্র ২১ হাজার টাকায় বাড়ি নিয়ে যান Yamaha MT15 V2, জানুন উপায়

তরুণ প্রজন্মের সুপার স্পোর্টস ও স্টাইলিশ লুকের Yamaha MT15 V2 খুবই পছন্দের

×
Advertisement

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। তবে যারা তরুণ এবং স্পোর্টস বাইক পছন্দ, কিন্তু অনেক বেশি বাজেট নেই, তাদের জন্য ভারতীয় বাজারে একটি মাত্র বাইক আছে এবং সেটি হল ইয়ামাহা কোম্পানির। অবশ্যই বুঝে গিয়েছেন যে কোন বাইকের কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন, আজকালকার দিনের তরুণ প্রজন্মের সুপার স্পোর্টস ও স্টাইলিশ লুকের Yamaha MT15 V2 খুবই পছন্দের। এই বাইকটি লঞ্চ হওয়ার সময় থেকে রীতিমত হইচই ফেলে দিয়েছিল।

Advertisements
Advertisement

এই Yamaha MT15 V2 বাইকটির এক্স শোরুম মূল্য প্রায় ১.৬৫ লাখ টাকা। এর অন রোড মূল্য প্রায় ১.৯০ লাখ টাকা হয়ে যায়। তবে আপনার কাছে যদি এই টাকা বর্তমানে না থাকে তাহলেও আপনি এই বাইক কিনতে পারবেন। এক্স শোরুম মূল্যের চেয়ে অনেক কম দামেতেই বাড়ি নিয়ে যেতে পাররেন এই বাইকটি। কিন্তু কি করে? আসলে কোম্পানি এই বাইকটির উপর একটি দুর্দান্ত ফিন্যান্স প্ল্যান রেখেছে। মাত্র ২১ হাজার টাকা ডাউনপেমেন্ট করে আপনি বাইকটি বাড়ি নিয়ে যেতে পারেন। আর তার জন্য আপনাকে লোন নিতে হবে ১.৬৯ লাখ টাকা। তারপর প্রতিমাসে মাত্র ৪৪৪৩ টাকা ৩ বছরের ইএমআই দিলেই ঋণ শোধ হয়ে যাবে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, Yamaha MT15 V2 বাইকে ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ১৮.৪ ps পাওয়ার এবং ১৪.১ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ম্যানুয়াল ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে। এছাড়া বাইকটিতে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার এবং সাথে সাথে এর স্টাইলিশ লুক তরুণ প্রজন্মকে ব্যাপক আকৃষ্ট করে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button