Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাইকের থেকেও কম দামে কিনুন Maruti Suzuki এর এই ৭ সিটার গাড়ি, সুযোগ হাতছাড়া করলে আফসোস করতে হবে

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। মারুতি সুজুকির একটি ৭ সিটার গাড়ি রয়েছে যা ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে আজকাল।

কম্প্যাক্ট লুক ও শক্তিশালী ইঞ্জিনের জন্য Maruti Suzuki কোম্পানির Eeco গাড়িটি ব্যাপক পছন্দ হচ্ছে সকলের। এই MPV ভ্যান গৃহস্থ এর পাশাপাশি ব্যবসার কাজেও ব্যবহার করে থাকেন অনেকেই। এটি হল মারুতি সুজুকি কোম্পানির একমাত্র ভ্যান। এই গাড়ি যদি আপনি কিনতে চান তাহলে এর এক্স শোরুম মূল্য ৫.১৩ লাখ টাকা থেকে শুরু। এর টপ ভ্যারিয়েন্ট এর দাম ৬.৪৪ লাখ টাকা। আপনার কাছে যদি নতুন কেনার বাজেট না থাকে, তাহলে একটি বাইকের থেকেও কম দামে কিনতে পারেন এই গাড়ি। কোথায় কেমন ডিল রয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Maruti Eeco-এর ২০১২ মডেলটি DROOM ওয়েবসাইটে ডিসকাউন্ট মূল্যে বিক্রি হচ্ছে৷ এই ভ্যানটি বেশ ভাল অবস্থায় রাখা হয়েছে। আপনি এখান থেকে এই ভ্যানটি ১ লাখ টাকায় কিনতে পারবেন। এটি সহজে কেনার জন্য, সংস্থাটি আর্থিক পরিকল্পনাও অফার করছে। এছাড়াও, Maruti Eeco-এর ২০১৪ মডেলটি OLX ওয়েবসাইটে খুব কম দামে বিক্রি হচ্ছে। এই ভ্যানটি বেশ ভাল রাখা হয়েছে। আপনি এখান থেকে এই ভ্যানটি ১.৫ লাখ টাকায় কিনতে পারবেন। কিন্তু কোম্পানি এটি কেনার জন্য আর্থিক পরিকল্পনা অফার করছে না।

আর Maruti Eeco-এর ২০১৫ মডেল CARTRADE ওয়েবসাইটে খুব কম দামে বিক্রি হচ্ছে। এই ভ্যানটি বেশ ভাল রাখা হয়েছে। আপনি এখান থেকে এই ভ্যানটি ১.৬ লক্ষ টাকায় কিনতে পারবেন। কিন্তু কোম্পানি এটি কেনার জন্য আর্থিক পরিকল্পনা অফার করছে না।

About Author