ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

হিরো HF deluxe এর থেকেও সস্তায় পাওয়া যাচ্ছে এই Honda Shine 125, জানুন বিস্তারিত দাম

এই বাইকটি ভারতের বাজারে বেশ নাম করেছে

Advertisement
Advertisement

ভারতীয় বাজারে হোন্ডা শাইন ১২৫ একটি জনপ্রিয় বাইক। ১২৫ সিসি ইঞ্জিন বিশিষ্ট এই বাইকটি এই হোন্ডা কোম্পানির দেশের অন্যতম বেস্ট সেলার বাইক। নতুন হোন্ডা শাইন ১২৫-এর দাম ৭৯,৮০০ থেকে ৮৩,৮০০ টাকা। তবে আপনি চাইলে এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল তুলনামূলক কম দামে কিনতে পারেন। অনলাইনে পুরনো টু-হুইলার কেনাবেচা করার ওয়েবসাইটগুলোতে এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেলে আকর্ষণীয় ডিল অফার করা হচ্ছে।

Advertisement
Advertisement

২০১০ মডেল বাইক মাত্র ২৫,০০০ টাকায়

Advertisement

OLX এক্সচেঞ্জ ওয়েবসাইটে ২০১০ মডেল হোন্ডা শাইন ১২৫ বাইকটি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই বাইকটি বেশ ভালোভাবে মেইনটেইন করা হয়েছে এবং এখন পর্যন্ত ৩২,০০০ কিলোমিটার চলেছে। এই বাইকটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ২৫,০০০ টাকা।

Advertisement
Advertisement

২০১৩ মডেল বাইক ৩২,০০০ টাকায়

OLX এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে আপনি হোন্ডা শাইন ১২৫ বাইকের ২০১৩ মডেলও কিনতে পারেন। এই বাইকটি বেশ ভালো অবস্থায় রয়েছে। ৫০,০০০ কিলোমিটার পর্যন্ত চলার পর এই বাইকের জন্য দাম নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা।

এই দুই মডেলের বাইকই ১২৫ সিসি ইঞ্জিন বিশিষ্ট। এই ইঞ্জিনটি ৭৫০০ আরপিএম-এ ১০.৭৪ পিএস এবং ৬০০০ আরপিএম-এ ১১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই বাইকগুলোতে ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ১০.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ এই বাইকগুলোর পারফরম্যান্স বেশ ভালো। আপনি যদি একটি ১২৫ সিসি বাইক কিনতে চান, তাহলে হোন্ডা শাইন ১২৫ একটি ভালো বিকল্প হতে পারে। এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button