Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১৫০০০ টাকা খরচ করেই কিনে ফেলুন Hero Splendor Plus বাইক, জেনে নিন এই অফারের সম্পূর্ণ ডিটেইল

দেশের মূল্য বৃদ্ধি এতটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে সকলেই এখন বাজেট নিয়ন্ত্রণে বাধ্য হয়ে পড়েছেন। সকলেই চাইছেন যেন কোন জিনিস কিনতে গেলে খরচ কম হয়। তার মধ্যেই যারা চাকরি…

দেশের মূল্য বৃদ্ধি এতটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে সকলেই এখন বাজেট নিয়ন্ত্রণে বাধ্য হয়ে পড়েছেন। সকলেই চাইছেন যেন কোন জিনিস কিনতে গেলে খরচ কম হয়। তার মধ্যেই যারা চাকরি অথবা ব্যবসা করেন তাদেরকে আলাদা করে টাকা সেভ করতে হচ্ছে। যারা গাড়ি চালাতে এতদিন পর্যন্ত, তারাও এখন বাইক চালাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। বাইকের মাইলেজ বেশি হওয়ার কারণে তেল বেশি খরচ হয় না, তাই একদিকে যেমন তেলের সাশ্রয় হয়, তেমনি অন্যদিকে বাজেট নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যদি আপনিও এরকমই পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ অফার। এই অফারের মাধ্যমে আপনারা খুব কম দামের মধ্যে যেকোনো একটি বাজেট বাইক কিনে ফেলতে পারবেন।

সম্প্রতি যে অফারটি সামনে এসেছে সেটি শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। এই নতুন অফারে মাত্র ১৫,০০০ টাকা খরচ করলেই আপনারা কিনে ফেলতে পারবেন একটি সেকেন্ড হ্যান্ড হিরো স্প্লেন্ডার প্লাস বাইক। এই মুহূর্তে মার্কেটে সেকেন্ড হ্যান্ড বাইকের কদর অনেকটাই বেশি। আর এই সেকেন্ড হ্যান্ড বাইক এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় বাইক হল হিরো স্প্লেন্ডার প্লাস। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অফারের ব্যাপারে সমস্ত ডিটেইল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি এই সেকেন্ড হ্যান্ড হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি পেয়ে যাবেন bikedekho.com ওয়েব সাইটে। এই সাইটে আপনারা ১৫০০০ টাকা মূল্যে এই বাইকটি কিনে ফেলতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি এই মডেলটি হলো ২০১৮ সালের একটি হিরো স্প্লেন্ডার প্লাস মডেল , যে বাইকটি এখনো পর্যন্ত মাত্র পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত চলেছে। এখনো পর্যন্ত এই বাইকটি তার মালিকের নামেই রয়েছে, তবে যদি আপনি এই বাইক কেনেন, তাহলে তিনি আপনার নামে এই বাইকটি লিখে দেবেন। এই বাইকের সব থেকে বড় বিশেষত্বটা হলো, এই বাইকের মাইলেজ। আপনারা সকলেই জানেন হিরো স্প্লেন্ডার প্লাস ভারতের সব থেকে তেল সাশ্রয়ী কিছু বাইকের মধ্যে একটি। তাই এই মুহূর্তে এই বাইকের জনপ্রিয়তা অনেকের মধ্যেই রয়েছে।

এই বাইকের ইঞ্জিনের ক্ষমতা ৯৭.২ সিসি এবং এই ইঞ্জিনটি ৮.৩৬ পিএস পাওয়ার এবং ৮.০৫ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই হিরো স্প্লেন্ডার বাইক এর মাইলেজ ৮০.৬ কিলোমিটার প্রতি লিটার। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ড্রাম ব্রেক এবং তার সাথেই রয়েছে। বাইকের নাম পরিবর্তনের সমস্ত খরচ যিনি কিনছেন তাকে দিতে হবে। এই বাইকটি এই মুহূর্তে বাইক দেখো ওয়েবসাইটে লিস্টেড রয়েছে এবং এই বাইকটি লিস্ট রয়েছে দিল্লি শহরে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এই সেকেন্ড হ্যান্ড বাইকটির সমস্ত ফিচার জানতে পারবেন।

About Author