Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৩০ হাজার টাকায় বাড়ি আনুন স্টাইলিশ Bajaj Pulsar NS200, এমন অফার বারবার পাবেন না

Bajaj Pulsar NS200 বাইকের অনবদ্য স্টাইলিশ লুক এবং সেই সাথে পাওয়ার পারফরমেন্স মন জয় করে নেয় সকল বয়সের মানুষের। একটা সময় প্রত্যেক ভারতীয়ের প্রাণের বাইক ছিল এই বাজাজ পালসার। বাইকটির…

Bajaj Pulsar NS200 বাইকের অনবদ্য স্টাইলিশ লুক এবং সেই সাথে পাওয়ার পারফরমেন্স মন জয় করে নেয় সকল বয়সের মানুষের। একটা সময় প্রত্যেক ভারতীয়ের প্রাণের বাইক ছিল এই বাজাজ পালসার। বাইকটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে কোম্পানি এখনো অব্দি এই বাইকের সেল চালিয়ে যাচ্ছে। প্রচুর রাইডার রয়েছেন যাদের এখনো অব্দি এই পালসার বাইকের উপর ভরসা সম্পূর্ণ রয়েছে। আপনি যদি এই মুহূর্তে একটি Bajaj Pulsar NS200 কিনতে চান তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই আপনার জন্য।

ভারতীয় বাজারে এই বাজাজ পালসার NS200 এর এক্স শোরুম মূল্য প্রায় ১.২৬ লক্ষ টাকা। কিন্তু আপনার কাছে যদি এই মুহূর্তে এত টাকা না থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। বেশ কিছু অনলাইন ওয়েবসাইট উপলব্ধ করেছে ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক। যেমন OLX ওয়েবসাইটে ২০১৪ মডেলের একটি বাইক রয়েছে যা খুব ভালো কন্ডিশনে রয়েছে। এই বাইকটি দিল্লিতে রেজিস্টার করা। আপনি মাত্র ৩০ হাজার টাকায় এই বাইকটি কিনতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া Droom ওয়েবসাইটে ২০১৫ মডেলের একটি Bajaj Pulsar NS200 আছে যা দিল্লিতে রেজিস্টার করা। এই বাইকটি আপনি মাত্র ৪০ হাজার টাকায় কিনতে পারবেন। আর Bikes4sale ওয়েবসাইটে আরেকটি বাইক রয়েছে যা ২০১৬ মডেলের। এই বাইকটি প্রায় ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এবং দিল্লিতে রেজিস্টার করা। এই বাইকটি কিনতে আপনাকে ৫৫ হাজার টাকা খরচ করতে হবে।

About Author