ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রের পেনশন স্কীমে দিনে ৭ টাকা করে জমিয়ে মাসে পেনশন পান ৫০০০ টাকা

Advertisement
Advertisement

প্রতিদিন জমান মাত্র ৭ টাকা, আর এই ৭ টাকা করে প্রতিদিন জমিয়ে ৬০ বছর বয়সের পর পেনশন পান মাসিক ৫০০০ টাকা, বার্ষিক হিসেব করলে যেটা হয় ৬০,০০০ টাকা। এমনই একটি পেনশন স্কীম এনেছে কেন্দ্র সরকার। এই পেনশন স্কীমের নাম ‘অটল পেনশন যোজনা’। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই আনা এই পেনশন স্কীমে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই পেনশন স্কীমে বছরের যে কোনো সময়েই পেনশন কন্ট্রিবিউশনের অ্যামাউন্ট বাড়ানো বা কমানো যাবে। আগে এই সুবিধা পাওয়া যেত শুধুমাত্র এপ্রিল মাসে।

Advertisement
Advertisement

এই মুহূর্তে অটল পেনশন যোজনায় প্রায় ২.২৮ কোটি জনের নাম নথিভুক্ত আছে। করোনার জন্য এই স্কীমের গ্রাহকদের টাকা কাটা বন্ধ রাখা হয়েছিল। ৩০শে জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল টাকা কাটা। ১লা জুলাই থেকে তা আবার চালু হয়ে গিয়েছে। নতুন নিয়মে কোনো পেনাল্টি চার্জ দিতে হবেনা। ২০১৫ সাল থেকে এই পেনশন যোজনা চালু করা হয়ে কেন্দ্রীয় সরকারের তরফে। ১৮ বছর বয়স্ক যে কোনো নাগরিক এই পেনশন স্কীমে টাকা লগ্নি করতে পারবে। ৬০ বছর বয়সের পর থেকে একজন গ্রাহক কত টাকা বিনিয়োগ করেছে তার উপর নির্ভর করে ১০০০-৫০০০ টাকার মধ্যে প্রতি মাসে পেনশন পাবে।

Advertisement

অটল পেনশন স্কীমে একজন গ্রাহক যে কোনো সরকারি, বেসরকারি ব্যাংক এমনকি পেমেন্টস ব্যাংকেও অ্যাকাউন্ট খুলতে পারবে। ৬০ বছরের অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয় তাহলে তাঁর স্ত্রী এই স্কীমে ৬০ বছর পর্যন্ত টাকা জমা দিতে পারেন বা একেবারে জমা অর্থ তুলে নিতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button