ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ১০,০০০ টাকার এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, প্রতিদিন আয় হবে প্রচুর

PUC সার্টিফিকেট না থাকলে আপনার গাড়ির ভারী জরিমানা হবে

Advertisement
Advertisement

দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। আবার অনেকেই চাকরি পাওয়ার চিন্তা দূর করে বিভিন্ন ব্যবসার কাজে নামছেন। আপনি যদি একটি কম বিনিয়োগ করে লাভজনক ব্যবসা খুলতে পারেন তাহলে ব্যাপক সুবিধা হতে পারে আপনার। আজকাল ব্যবসার মাধ্যমে অনেকেই লাখপতি হয়ে যাচ্ছেন। তাই আমরা আপনার জন্য একটি ব্যবসার আইডিয়া খুঁজে এনেছি যা ব্যাপক লাভবান হতে পারে আপনার জন্য। এই ব্যবসায়িক ধারণাটি হলো দূষণ পরীক্ষা কেন্দ্র খোলা। কি করে খুলবেন এই ব্যবসা বা কি কি লাগবে? তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

আসলে কেন্দ্রীয় সরকারের মোটরআইন অনুযায়ী পলিউশন সার্টিফিকেট না থাকলে ভারী জরিমানা করা হয়। যেকোনো মূল্যের গাড়িই হোক না কেন আপনার এই PUC সার্টিফিকেট না থাকলে জরিমানার পরিমাণ হবে ১০,০০০ টাকা। তাই সমস্ত গাড়ির মালিকদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাড়ির PUC সার্টিফিকেট বার করতে হয়। আর এই ব্যবসা করেই আপনি মোটা টাকা আয় করতে পারেন। এই ব্যবসা শুরু করতে আপনাকে যেতে হবে হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের কাছে। এছাড়া এই ব্যবসা শুরু করতে আপনাকে প্রাথমিকভাবে বিনিয়োগ করতে হবে মাত্র ১০,০০০ টাকা। এই ব্যবসা খুলে আপনি প্রত্যেক মাসে ৫০ হাজার টাকা অব্দি আয় করতে পারেন।

Advertisement

এই পলিউশন টেস্টিং সেন্টার খুলতে গেলে আপনাকে প্রথমে স্থানীয় পরিবহন অফিস বা আরটিও থেকে একটি লাইসেন্স নিতে হবে। আরটিওতে আবেদনের পাশাপাশি দশ টাকার হলপনামা দিতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এরপর বিভিন্ন রাজ্যে দূষণ পরীক্ষা কেন্দ্র খোলার ফি আলাদা আলাদা রয়েছে। পলিউশন টেস্টিং সেন্টারের কেবিন হলুদ রংয়ের করতে হবে। কেবিনের আকার দৈর্ঘ্যে ২.৫ মিটার প্রস্থ ২ মিটার এবং উচ্চতায় ২ মিটার হতে হবে এবং কেবিনের বাইরে পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স নম্বর লিখতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button