Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুড়ছে পৃথিবীর ফুসফুস, বিশ্ব আবহাওয়ায় বিপুল পরিবর্তনের আশঙ্কা!

অরূপ মাহাত: পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থিত আমেরিকা মহাদেশ। তারই একটি বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত এই নদীর অববাহিকায় গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম…

Avatar

অরূপ মাহাত: পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থিত আমেরিকা মহাদেশ। তারই একটি বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত এই নদীর অববাহিকায় গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আমাজন। যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০ শতাংশ এখান থেকেই আসে। তবে প্রতিবছরই দাবানলের কারণে এই অরণ্যের একটি বড় অংশ নষ্ট হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছর বেড়েছে ক্ষতির পরিমাণ। অরণ্যের আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ স্থানীয় প্রশাসন। ফুটবলের দেশ ব্রাজিলের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে আমাজন বনভূমি। তাই ব্রাজিল সরকারের অপদার্থতাকেই দায়ী করছে আন্তর্জাতিক মহল। তবে চুপ থাকেনি প্রতিবেশী দেশগুলো। কপ্টার থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করার কথা ঘোষণা করেছে বলিভিয়া সরকার।

গত এক সপ্তাহে ৯ হাজার ৫০০ বারের বেশি দাবানলের শিকার হয়েছে বৃহত্তম এই অরণ্য অঞ্চল। সর্বগ্রাসী এই আগুনে ছারখার হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। গত বছরের তুলনায় ৭৭ শতাংশ বেশি পুড়েছে আমাজন। চারিদিকে এই সবুজ ধ্বংসের পরিমাণ যত বাড়ছে ততই আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্ব আবহাওয়ায়। এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন আবহাওয়াবিদেরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author