Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কন্যাশ্রী থেকে ১০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন বর্ধমানের কলেজ ছাত্রী

পুর্ব বর্ধমান : বিপদের দিনে মানুষই এগিয়ে আসবে মানুষের সাহায্য করতে, এভাবেই যে কোনো কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে জিতে নেওয়া যায় যুদ্ধ। বিশ্বজুড়ে ভয়াবহ করোনার কবলে আক্রান্ত বহু মানুষ, প্রাণ…

Avatar

পুর্ব বর্ধমান : বিপদের দিনে মানুষই এগিয়ে আসবে মানুষের সাহায্য করতে, এভাবেই যে কোনো কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে জিতে নেওয়া যায় যুদ্ধ। বিশ্বজুড়ে ভয়াবহ করোনার কবলে আক্রান্ত বহু মানুষ, প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, অনেকে ফিরে আসছে যুদ্ধ জয় করে। অসহায় এই পরিস্থিতিতে বহু মানুষ সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছেন। আজও যে মানুষ মানুষের দুঃখে ব্যথিত এবং বিপদে নিজের সামর্থ্য অনুসারে সাহায্য করতে পিছুপা হয়না তার প্রমান আবার দিলেন বর্ধমানের এক ছাত্রী। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ বেনফেড গলির বাসিন্দা ইশিকা ব্যানার্জী তাঁর কন্যাশ্রীর ২৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল মঙ্গলবার। ইশিকা বর্ধমানের মানকড় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বহু ছাত্রছাত্রীর সমস্যায় পড়েছে, তাদের খাওয়াদাওয়া এবং পড়াশোনাতে কিছু যদি উপকারে আসে এই অর্থ সেই উদ্দেশ্যে তার এই উদ্যোগ। শুধু সেই নয় এই বিপদের সময় টিফিনের টাকা বাঁচিয়ে তার বোন ঈশাণী ব্যানাজ্জী হরিসভা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, টিফিনের পয়সা বাঁচিয়ে এক হাজার একশো এগারো টাকা অর্থ দান করল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।তাঁর এই ক্ষুদ্র প্রয়াস যদি কারোর কাজে লাগে তাহলে খুশিই হবে সে। প্রশংসনীয় এই সিদ্ধান্তে সকলেই খুশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুই বোনের পাশাপাশি ইশিকা ও ঈশাণীর মা গৃহবধু মিঠু ব্যানার্জ্জী পারিবারিক ব্যবসা থেকে ১লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। মিঠুদেবী জানিয়েছেন এই টাকা তিনি করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দিয়েছেন। মঙ্গলবারই বর্ধমানের আর এক বাসিন্দা ফাল্গুনী ব্যানার্জ্জী ও বিশ্বজিৎ মন্ডল জয়হিন্দ বাহিনীর মাধ্যমে ৪২ হাজার টাকা জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন করোনা মোকাবিলায় সাহায্যের জন্য।

About Author