দুর্গাপুজো কালীপুজো সবই মোটামুটি বৃষ্টিতেই কেটেছে বাঙ্গালীদের। আনন্দ প্রিয় বাঙালির আনন্দে বারবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল অক্টোবরের শেষে আর বর্ষা কে দেখতে পাওয়া যাবে না সে বিদায় নেবে। কিন্তু তেমনটা আর হল কই? নভেম্বর মাসের শুরুতেই বড়সড় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে শহরের বুকে।
ঘূর্ণিঝড়টির নাম বুলবুল। সে ক্রমশ শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে এই পশ্চিমবঙ্গের দিকে। এর জন্য উপকুলবর্তী বিশেষ করে যারা মৎস্যজীবী তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের এবং উপকূলবর্তী অঞ্চল গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দফায় দফায় বৃষ্টি, পিচ ঢাকা, আউটফিল্ড ভেজা, ‘মহা’র প্রভাবে ম্যাচ বাতিলের সম্ভাবনা
আবহাওয়া সূত্রে জানা গেছে এই ঘূর্ণিঝড়টি প্রথমে পশ্চিমবঙ্গ এবং পরে বাংলাদেশে প্রবেশ করতে পারে। আগামী ১০ এবং ১১ ই নভেম্বর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে।