Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষক আন্দোলন চলছে, তার মাঝেই আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন

নয়াদিল্লি: কৃষি আইনের (Farm Law) জট না কাটতেই আজ, শুক্রবার (Friday) থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন (Budget Sesion)। কৃষক আন্দোলন চলছে আগের মতই। কিন্তু তাকে তোয়াক্কা না করেই শুক্রবার থেকে…

Avatar

নয়াদিল্লি: কৃষি আইনের (Farm Law) জট না কাটতেই আজ, শুক্রবার (Friday) থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন (Budget Sesion)। কৃষক আন্দোলন চলছে আগের মতই। কিন্তু তাকে তোয়াক্কা না করেই শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। আগামী ১ ফেব্রুয়ারি (February) সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সংসদে পৌঁছে বলেন, ‘নতুন দশকের প্রথম অধিবেশন আজ। এই অধিবেশনে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসুক অমৃত। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের সময় এসেছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ থেকে শুরু হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অধিবেশন চলবে। তবে বিতর্কিত কৃষি আইন নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করতে মুখিয়ে রয়েছেন বিরোধীরা। সেই সঙ্গে কোভিড পরিস্থিতিতে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি নিয়েও প্রশ্ন সামলাতে হতে পারে অর্থমন্ত্রীকে। আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হয় এই বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি বলেন, “ পূরণ হচ্ছে আত্মনির্ভর ভারতের স্বপ্ন। করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়ছে দেশ। দেশের করোনা টিকাকরণ অভিযান সফল”।

প্রসঙ্গত, কেন্দ্রের কৃষি আইন এবং কৃষকদের কলুষিত করার চেষ্টার প্রতিবাদে এবারের বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে মোট ১৯টি বিরোধী দল। এর মধ্যে সদ্য এনডিএ ছাড়া অকালি দলও রয়েছে। রয়েছে বিজেপির সঙ্গে সদ্য ঘনিষ্ঠতা তৈরি করা বিএসপিও। বিরোধীদের এই বয়কটের সিদ্ধান্তকে একপ্রকার ঘুরিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন,”আমাদের গোটা দশকের কথা মাথায় রেখে আলোচনা করা উচিত। দেশ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আছে। আমাদের এই আলোচনা থেকে পিছিয়ে পড়া উচিত না। তাহলে আমরা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হব।”

About Author