Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে গুজব, বুদ্ধবাবু সুস্থ আছেন, জানাল সিপিএম

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভালো আছেন, সুস্থ আছেন এবং তার নিজের বাড়ি পাম অ্যাভিনিউতেই আছেন। অযথা বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াবেন না,' এমন এক বিবৃতির মাধ্যমেই একথা…

Avatar

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভালো আছেন, সুস্থ আছেন এবং তার নিজের বাড়ি পাম অ্যাভিনিউতেই আছেন। অযথা বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াবেন না,’ এমন এক বিবৃতির মাধ্যমেই একথা জানাতে বাধ্য হলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন সকাল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। এরপর সিপিএম সমর্থকদের মধ্যে উৎকন্ঠার সৃষ্টি হয়। তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দিতে একপ্রকার বাধ্য হল আলিমুদ্দিন স্ট্রিট।

এদিন সিপিএমের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, ‘অযথা গুজব ছড়াবেন না। বুদ্ধদেব বাবু সুস্থ আছেন।’ বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছে একটি বাজার আছে। বাজারের মধ্যে সামাজিক দূরত্বকে মানুষ পালন করছেন কিনা তা খতিয়ে দেখতেই সেখানে উপস্থিত হয় পুলিশ। এরপর অন্য খবর ছড়িয়ে যায় চারিদিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শারীরিক অসুস্থতার কারনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা যায়, তাঁর রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি ও শ্বাসকষ্টের জেরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত হন তিনি। তবে এখন তিনি নিজের বাড়ি পাম অ্যাভিনিউতে সুস্থ আছেন।

About Author