Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BSNL বনাম Jio, ৩৬৫ দিনের প্ল্যানের মধ্যে এগিয়ে কোন কোম্পানি? জানুন দামের তফাৎ

ভারতের টেলিকম সেক্টরের বড় খেলোয়াড়রা সম্প্রতি তাদের প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে এক ধাক্কায়। ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের কারণে সমস্যায় পড়েছেন সব গ্রাহকরা। লাখ লাখ মোবাইল ব্যবহারকারী এখন সরকারি সংস্থা বিএসএনএল…

Avatar

ভারতের টেলিকম সেক্টরের বড় খেলোয়াড়রা সম্প্রতি তাদের প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে এক ধাক্কায়। ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের কারণে সমস্যায় পড়েছেন সব গ্রাহকরা। লাখ লাখ মোবাইল ব্যবহারকারী এখন সরকারি সংস্থা বিএসএনএল এর দিকে এই কারণে সুইচ করতে শুরু করেছেন। এই সরকারি সংস্থাটি অনেক সস্তায় অনেক রিচার্জ প্ল্যান অফার করে থাকে গ্রাহকদের। এই BSNL তাদের রিচার্জ প্ল্যানের তালিকায় এমন কয়েকটি প্ল্যান রেখেছে যেগুলো আপনারা অনেক সস্তায় গ্রহণ করতে পারবেন। সবথেকে বিশেষ প্ল্যানগুলো হলো ৩৬৫ দিনের প্ল্যান যেগুলো আপনারা অনেক সস্তায় পেয়ে যাবেন, JIO বা অন্যান্য বেসরকারি টেলিকম অপারেটরদের থেকেও। তাহলে চলুন জেনে নেওয়া যাক, BSNL ও Jio এর ৩৬৫ দিনের প্ল্যান কত দামের মধ্যে এখন উপলব্ধ রয়েছে।

Jio-এর ৩৬৫ দিনের প্ল্যান

Jio জুলাই মাসে তার রিচার্জ পোর্টফোলিও আপগ্রেড করেছিল। এখন কোম্পানির গ্রাহকদের জন্য ২টি বার্ষিক পরিকল্পনা রয়েছে। Jio-এর একটি সস্তা বার্ষিক প্ল্যান রয়েছে এবং তার দাম ৩৫৯৯ টাকা। এই প্ল্যানে, গ্রাহকরা ৩৬৫ দিনের বৈধতার সাথে মোট ৯১২.৫ জিবি ডেটা পান। আপনি প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারেন। এতে আপনি প্রতিদিন ১০০ টি ফ্রি SMS পাবেন। এতে আপনি Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

BSNL এর ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান

অন্যদিকে, BSNL এর গ্রাহকদের জন্য অনেক বার্ষিক প্ল্যান বিকল্প রয়েছে। Jio-তেও এমন অনেকগুলি বিকল্প রয়েছে যাতে আপনি ৩৬৫ দিনের বেশি বৈধতা পান। যেখানে Jio তার গ্রাহকদের ৩৫৯৯ টাকায় বার্ষিক বৈধতা দেয়, BSNL তার ব্যবহারকারীদের শুধুমাত্র ১৯৯৯ টাকায় বার্ষিক বৈধতা দেয়। BSNL ১৯৯৯ টাকার প্ল্যানে আপনি মোট ৬০০ জিবি ডেটা পাবেন। এর সাথে, Jio-এর মতো, আপনিও প্রতিদিন ১০০ টি বিনামূল্যে SMS পান। তবে, মাথায় রাখবেন, BSNL কিন্তু তাদের 4G পরিষেবা এখনো পুরো মাত্রায় শুরু করতে পারেনি। তাই এই ৬০০ জিবি কিন্তু বলতে গেলে 3G ইন্টারনেট। সেখানেই Jio আপনাদের 5G পরিষেবা দিতে সক্ষম। ফলে বুঝতেই পারছেন, BSNL এর প্ল্যান আপনি তখনই গ্রহণ করবেন, যখন আপনার ইন্টারনেটের বিশেষ প্রয়োজন নেই। নতুবা জিও আপনার জন্য সবথেকে ভালো হবে।

About Author