Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৪৮৫ টাকায় ৮২ দিনের বৈধতা, আর কী কী সুবিধা পাবেন BSNL এর এই সুপারহিট প্ল্যানে? দেখুন

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য প্রতিদিন নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এই সমস্ত সস্তার প্ল্যানে আপনি প্রতিদিন নানরকমের বেনিফিটস্ পাচ্ছেন। সম্প্রতি BSNL ভারতের…

Avatar

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য প্রতিদিন নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এই সমস্ত সস্তার প্ল্যানে আপনি প্রতিদিন নানরকমের বেনিফিটস্ পাচ্ছেন। সম্প্রতি BSNL ভারতের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ৮২ দিনের প্ল্যান। BSNL-এর এই প্ল্যানে আপনি আনলিমিটেড কল এবং ফ্রি ডেটার সুবিধাও পাবেন। আপনি যদি একটা লম্বা সময় ধরে নেট ও কল করার জন্য কোনো BSNL প্ল্যান নিতে চান, তাহলে ৪৮৫ টাকার প্ল্যান আপনার জন্য উপযোগী হতে পারে। চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানে কি কি পাওয়া যাবে।

BSNL ৪৮৫ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৪৮৫ টাকার প্ল্যানে ৮২ দিনের বৈধতা পাওয়া যাচ্ছে। একবার রিচার্জ করলে প্রায় ৩ মাসের জন্য আপনি একেবারে নিশ্চিন্ত BSNL-এর এই প্ল্যানে প্রতিদিন ১.৫GB ডেটা পাওয়া যাচ্ছে। গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি করে SMS করার সুবিধা পান। ওটিটি অ্যাপের পরিষেবার মতো অ্যাড-অন প্ল্যান যদিও বিএসএনএল প্ল্যানগুলিতে উপলব্ধ নেই। তবে, গ্রাহকরা নিজেরা যদি OTT সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারেন, তাহলে আপনাদের জন্য এটা হবে দারুন অপশন। এতে গ্রাহকরা লোকাল এবং এসটিডি কলের সুবিধাও পাবেন।

আপনি যদি এই প্ল্যানগুলির দৈনিক ব্যয়ের কথা বলেন, তাহলে প্রতিদিন আপনার মাত্র ৬ টাকা খরচ হবে। অন্যদিকে এক মাসের হিসাব যদি দেখতে হয় তাহলে খরচ হবে মাত্র ১৬২ টাকা। এই প্রিপেইড প্ল্যানে, ব্যবহারকারী মোট ১২৩ GB ডেটা পান। এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য উপযোগী হবে যারা বেশি ডেটা ব্যবহার করেন। আরও তথ্যের জন্য, আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।

About Author