Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BSNL 5G: কবে কোথায় চালু হবে নতুন BSNL 5G, চলে এলো একটা বড় আপডেট

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে বিএসএনএল এর ফাইভ-জি পরিষেবা। সম্প্রতি বিএসএনএল ফাইভজি নিয়ে একটা বড় খবর সামনে এসেছে বলে জানা যাচ্ছে। দিল্লির কাছাকাছি বেশকিছু এলাকায় ১৮৭৬টি ফাইভ-জি টাওয়ার বসাতে চলেছে…

Avatar

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে বিএসএনএল এর ফাইভ-জি পরিষেবা। সম্প্রতি বিএসএনএল ফাইভজি নিয়ে একটা বড় খবর সামনে এসেছে বলে জানা যাচ্ছে। দিল্লির কাছাকাছি বেশকিছু এলাকায় ১৮৭৬টি ফাইভ-জি টাওয়ার বসাতে চলেছে bsnl। এর জন্য ইতিমধ্যেই একটা টেন্ডার ডেকেছে বিএসএনএল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে বিএসএনএলের 5g পরিষেবা শুরু হবে দিল্লি থেকে।

বিএসএনএল ফাইভজি শুরু হয়ে গেলে বিষয়টা অন্যান্য টেলিকম অপারেটর কোম্পানিগুলোর জন্য খুব একটা সুখকর হবে না বলেই মনে করছেন অনেকে। দিল্লির মাধ্যমে এই ফাইভ জি পরিষেবার একটা ব্লুপ্রিন্ট তৈরি করবে বিএসএনএল। এরপরে এই ব্লু প্রিন্ট ধরে বাকি এলাকায় ধীরে ধীরে ফাইভ-জি পরিষেবা শুরু করবে বিএসএনএল কর্তৃপক্ষ। বলাই বাহুল্য, bsnl ৫জি পরিষেবার দাম, অন্যান্য টেলিকম অপারেটরদের ফাইভ-জি থেকে অনেক সস্তা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা যাচ্ছে আগামী বছর মকর সংক্রান্তিতে এই পরিষেবা চালু করবে বিএসএনএল। এই পরিষেবা চালু করার জন্য ইতিমধ্যেই টাটার সাথে হাত মিলিয়েছে বিএসএনএল। ইতিমধ্যেই এর জন্য টাটার সঙ্গে ১৯ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে বিএসএনএল। এই পরিষেবা প্রথম চালু হবে দিল্লি চাণক্যপুরী এলাকায়। এর পাশাপাশি, দ্বিতীয় ফেজে কাজ শুরু হবে কনট প্লেস এবং মিন্টো রোড এলাকায়।

About Author