Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধ হচ্ছে BSNL?

কেন্দ্র সরকারের অধীনস্থ টেলি কমিউনিকেশন সংস্থা বিএসএনএল বন্ধের প্রস্তাব জানিয়েছে অর্থ মন্ত্রক - সম্প্রতি এমনটাই শোনা গিয়েছিল। বিএসএনএলের পাশাপাশি মহানগর টেলিফোন নিগম অর্থাৎ এমটিএনএলও বন্ধে খবরও সামনে এসেছিল। এবার সেই…

Avatar

কেন্দ্র সরকারের অধীনস্থ টেলি কমিউনিকেশন সংস্থা বিএসএনএল বন্ধের প্রস্তাব জানিয়েছে অর্থ মন্ত্রক – সম্প্রতি এমনটাই শোনা গিয়েছিল। বিএসএনএলের পাশাপাশি মহানগর টেলিফোন নিগম অর্থাৎ এমটিএনএলও বন্ধে খবরও সামনে এসেছিল। এবার সেই বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই খবর গুলি একেবারেই গুজব। বৃহস্পতিবার এই সংস্থা জানাই যে বিএসএনএলের পুনরুজ্জীবনের কথা গুরুত্ব দিয়েই ভাবছে কেন্দ্র। ইতিমধ্যেই বিএসএনএল ও এমটিএনএলকে আবার আগের মত সচলাচল করতে প্রধানমন্ত্রী দফতরও উচ্চ পর্যায়ের মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে কথা বলছে।

About Author