বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। আসলে বেসরকারী টেলিকম অপারেটরদের ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ নিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি বিএসএনএল। কোটি কোটি গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার সহ বাজারে নিয়ে এসেছে তারা নতুন রিচার্জ প্ল্যান। দীর্ঘ মেয়াদের জন্য কম খরচে রিচার্জ করতে চান? বিএসএনএল-এর কাছে আপনার জন্য আছে একাধিক বিকল্প।
সস্তা থেকে প্রিমিয়াম, স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী:
বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানের তালিকা বেশ বৈচিত্র্যপূর্ণ। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সস্তা থেকে প্রিমিয়াম, স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী – সকলের জন্যই আছে উপযুক্ত প্ল্যান। আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল বিএসএনএল-এর একটি নতুন রিচার্জ প্ল্যান যা মাত্র ২০০ টাকায় ৯০ দিনের বৈধতা প্রদান করে। এই প্ল্যানে কি সুবিধা পাওয়া যাবে? বা কাদের জন্য এই রিচার্জ উপযুক্ত? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০০ টাকায় ৯০ দিনের বৈধতা
বিএসএনএল এর কাছে ২০১ টাকার একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে গ্রাহকদের ৯০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এর সাথে গ্রাহকরা ৩০০ মিনিটের ফ্রি ভয়েস কলিং পাবেন। আসলে আপনি যদি ইন্টারনেট ব্যবহার কম করেন তবে এটি ভাল বিকল্প হতে পারে। এতে গ্রাহকদের পুরো ভ্যালিডিটিতে মোট ৬ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া এতে থাকছে ৯৯ টি SMS বিনামূল্যে। যারা সিম চালু রাখার জন্য বা শুধুমাত্র কলিং এর জন্য সিম ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যান অবশ্যই লাভজনক হবে।