প্রতিযোগীদের সাথে টক্কর দিতে একাধিক প্রি পেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে BSNL। এর মাঝেই বেশ কিছু প্ল্যানের বৈধতা বাড়িয়েছে সংস্থা। তার সাথেই একাধিক প্ল্যানে বাড়িয়ে দেওয়া হয়েছে ডেটার পরিমাণও। এর সাথে নতুন কিছু প্রিপেইড প্ল্যানও নিয়ে এসেছে এই টেলিকম সংস্থা। সব মিলিয়ে এখন ঘুরে দাঁড়াতে মরিয়া BSNL, তা বিভিন্ন রিচার্জ আদলবদল থেকে সহজেই বোঝা যাচ্ছে।
চলুন প্রথমেই দেখে নেওয়া যাক, টেলিকম সংস্থা BSNL ১৯৭ টাকার রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে। এই প্ল্যানিটিকে কোম্পানি চালু করেছে সম্প্রতি ৩ এপ্রিল থেকে। এই প্ল্যানটিকে নতুন ভঙ্গীর সাথে চালু করেছে কোম্পানি। চলুন জানা যাক BSNL এর এই নতুন ১৯৭ টাকার প্ল্যান সম্পর্কে বিস্তারে,
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowBSNL এর ১৯৭ টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানে গ্রাহক পাবেন ২ জিবি দৈনিক ডেটা। তবে এই প্ল্যানটির বৈধতা ১৮০ দিন। তবে গ্রাহকদের জন্য এই প্ল্যানে দেওয়া হয়েছে Zing Music App অফারও। সেই অনুসারে গ্রাহক পাবেন ৩৬০ জিবি মোট ডেটা। অর্থাৎ প্রতিজিবি ডেটার দাম মাত্র ০.৫৪ টাকা। অর্থাৎ আপনি ১ জিবি ডেটা পাবেন ৫০ পয়সায়। এছাড়া রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধাও। সেখানেই শেষ নয়। রয়েছে sms ও বিনামূল্যে।