আরও একবার ১০০ টাকার নীচের একটি প্ল্যান আনলো বিএসএনএল কর্তৃপক্ষ। এর আগেও অনেকগুলি জনপ্রিয় প্ল্যান লঞ্চ করেছে এই কোম্পানি। মোবাইল পরিষেবার জগতে বিএসএনএল একটি জনপ্রিয় নাম।
৯৬ টাকার এই প্ল্যানের সুবিধাগুলি হল, ২১ দিনের জন্য ২৫০ মিনিট ফ্রি ভয়েস কল, ১০০ টি এসএমএস। তবে এতে কোনো ডেটার সুবিধা নেই। এই প্ল্যানটির বৈধতা ৯০ দিন। তবে এর আগে এই প্ল্যানটিরই বৈধতা ছিল ১৮০ দিন অর্থাৎ বিএসএনএল কর্তৃপক্ষ এর বৈধতা পুরো অর্ধেক কমিয়ে দিয়েছে।