Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Recharge Plan: মাত্র ৩ টাকায় হাই স্পিড ডেটার সঙ্গে একগুচ্ছ সুবিধা, ধামাকা রিচার্জ প্ল্যান আনল BSNL

ভারতীয় টেলিকম বাজারে মধ্যে যতই নতুন নতুন সংস্থা মাথা তুলে দাঁড়াক না কেন, বিএসএনএল (BSNL) এর গুরুত্ব কমেনি এতটুকুও। বরং ডিজিটালাইজেশন এর সঙ্গে সঙ্গে অন্য সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে ধামাকাদার…

Avatar

By

ভারতীয় টেলিকম বাজারে মধ্যে যতই নতুন নতুন সংস্থা মাথা তুলে দাঁড়াক না কেন, বিএসএনএল (BSNL) এর গুরুত্ব কমেনি এতটুকুও। বরং ডিজিটালাইজেশন এর সঙ্গে সঙ্গে অন্য সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে ধামাকাদার সব রিচার্জ প্ল্যান নিয়ে আসছে বিএসএনএল। গ্রাহকদের জন্য প্রায়ই কম দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। যারা কম দামের রিচার্জেও ভালো পরিষেবা পেতে চান তারা চোখ বুজে নির্ভর করতে পারেন বিএসএনএল এর উপরে। এবার ফের গ্রাহকদের জন্য দুটি ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এসে সকলকে চমকে দিয়েছে বিএসএনএল।

১০৭ টাকার একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে বিএসএনএল এর তরফে। এই টাকায় ৩৫ দিনের মেয়াদে একগুচ্ছ সুবিধা পেয়ে যাবেন এই সংস্থার গ্রাহকরা। এই প্ল্যানে এক মাসেরও বেশি সময় ধরে ভয়েস কলিং এর সঙ্গে সঙ্গে ডেটার সুবিধাও পাওয়া যায়। কম টাকার রিচার্জ প্ল্যান যারা খুঁজতে চান তাদের জন্য এই প্ল্যানটি খুবই কার্যকর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১০৭ টাকার এই রিচার্জ প্ল্যানটি মোট ৩৫ দিনের। এই রিচার্জ প্ল্যানে ৩ জিবি ডেটা পাওয়া যায়। ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও পাওয়া যায় ৪০ কেবিপিএস স্পিড। পাশাপাশি এই প্ল্যানে পাওয়া যায় ২০০ মিনিটের ভয়েস কলিং এর সুবিধাও। সেই সঙ্গে ৩৫ দিন পর্যন্ত বিএসএনএল টিউনস এর সুবিধাও পাওয়া যায় এই রিচার্জ প্ল্যানে।

এছাড়াও বিএসএনএল এর আরেকটি কম দামি প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানটি মাত্র ৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে পাওয়া যায় ২ জিবি ডেটা এবং ৩৫ দিন পর্যন্ত ২০০ মিনিটের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও। বর্তমানে বিএসএনএল এর পক্ষ থেকে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবাও দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই ব্রডব্যান্ড পরিষেবা অনলাইন এবং অফলাইন দুভাবেই নেওয়া সম্ভব। বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন চাইলে সংস্তার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। পাশাপাশি নিকটবর্তী স্থানীয় অফিসে গিয়েও ব্রডব্যান্ড পরিষেবার জন্য আবেদন জানানো যেতে পারে।

About Author
news-solid আরও পড়ুন