আজকের দিনে ইন্টারনেট ছাড়া দিনযাপন প্রায় অসম্ভব। অফিসের কাজ থেকে শুরু করে সিনেমা বা গান শোনা—সবকিছুই এখন নির্ভর করছে ব্রডব্যান্ড সংযোগের উপর। তাই ব্যবহারকারীদের আরও আকৃষ্ট করতে সরকারি টেলিকম সংস্থা BSNL নিয়ে এসেছে নতুন অফার। এই বিশেষ অফারে নির্দিষ্ট ব্রডব্যান্ড প্ল্যান নিলে গ্রাহকরা কার্যত এক মাস ফ্রি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
BSNL-এর নতুন ব্রডব্যান্ড অফার
BSNL জানিয়েছে, তাদের ফাইবার বেসিক ও ফাইবার বেসিক নিও প্ল্যান ব্যবহারকারীরাই এই সুযোগ পাবেন। এই দুই প্ল্যানকে সংস্থার এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড পরিষেবা ধরা হয়। সাধারণত ফাইবার বেসিক প্ল্যানের খরচ প্রতি মাসে 499, আর ফাইবার বেসিক নিও প্ল্যানের মাসিক মূল্য 449। তবে নতুন অফারে গ্রাহকেরা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowফাইবার বেসিক প্ল্যান (499): এই প্ল্যানে 60 Mbps গতিতে ইন্টারনেট দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা 3300GB পর্যন্ত হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। ডেটা শেষ হলে স্পিড কমে যাবে 4 Mbps-এ। এর পাশাপাশি সারা দেশে যে কোনও নম্বরে আনলিমিটেড কলিং সুবিধাও থাকছে।
ফাইবার বেসিক নিও প্ল্যান (449): এই প্ল্যানে দেওয়া হচ্ছে 50 Mbps স্পিড। একইভাবে থাকছে আনলিমিটেড কলিং ও পর্যাপ্ত ডেটার সুবিধা।
কতটা সাশ্রয় সম্ভব?
অফারের ফলে ফাইবার বেসিক নিও প্ল্যানে ব্যবহারকারীরা প্রতি মাসে 50 এবং ফাইবার বেসিক প্ল্যানে 100 পর্যন্ত ছাড় পাবেন। এই ডিসকাউন্ট তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ মোট 300 পর্যন্ত সাশ্রয় হবে। ফলে কার্যত এক মাসের খরচ বাদ পড়বে। ডিসকাউন্টের পর দুই প্ল্যানই পাওয়া যাবে 399-এ।
সীমিত সময়ে সুযোগ
এই অফার শুধুমাত্র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উপলব্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি এখনও সব টেলিকম সার্কেলে কার্যকর হয়নি। BSNL-এর তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি সার্কেলে গ্রাহকেরা এই সুবিধা নিতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা Self-Care App (Android ও iOS দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায়) থেকে নিজেদের সার্কেলে অফারটি উপলব্ধ কি না, তা চেক করতে পারবেন।
ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা
সরকারি টেলিকম সংস্থার এই পদক্ষেপ গ্রাহকদের জন্য নিঃসন্দেহে বড় সুবিধা এনে দেবে। কারণ বাড়িতে ব্রডব্যান্ড মানেই পরিবারের একাধিক সদস্যের একসঙ্গে ইন্টারনেট ব্যবহার। তাছাড়া বাড়ি থেকে কাজ করা বা অনলাইন ক্লাসের জন্য স্থিতিশীল কানেকশন অপরিহার্য। BSNL-এর নতুন এই অফার সেই চাহিদা মেটাতে সাহায্য করবে। টেলিকম মার্কেটে জিও, এয়ারটেল, ভিআই-এর মতো বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই নানা অফার চালু করেছে। প্রতিযোগিতার এই সময়ে BSNL-এর নতুন অফার তার উপস্থিতি আরও শক্তিশালী করতে পারে। কম খরচে বেশি সুবিধা দেওয়া গ্রাহকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় হবে।