গ্রাহক আকর্ষণ করতে বিভিন্ন সময়ে একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে আসে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা নিয়ে এসেছে দুর্দান্ত একটি প্রিপেইড প্ল্যান। মাত্র ১৪৭ টাকার এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন একাধিক সুবিধা। আসুন জেনে নিই সেগুলি সম্পর্কে –
আনলিমিটেড ভয়েস কলিং + ১০ জিবি ডেটা + বিএসএনএল টিউন+ Eros Now সাবস্ক্রিপশন। সংস্থার তরফে জানানো হয়েছে এই প্ল্যানটির বৈধতা থাকবে ৩০ দিন পর্যন্ত। প্ল্যানটি চালু করতে ওয়েবসাইট / চ্যানেল টপ-আপ ব্যবহার করার পাশাপাশি STV COMBO147 লিখে ১২৩ নম্বরে এসএমএসও পাঠাতে পারেন গ্রাহকেরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে এই নতুন প্ল্যানটি আনার সাথে সাথে, পুরনো দুটি প্ল্যান যথা- ২৪৭ এবং ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানগুলির সংস্করণের মাধ্যমে বৈধতা বাড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, আগে গ্রাহকদের নতুন রিচার্জ প্ল্যান চালু করতে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা চ্যানেল টপ-আপের ব্যবহার করতে হতো। তবে সম্প্রতি এসএমএস করার মাধ্যমেও এই সুবিধা পাবেন গ্রাহকেরা।