লকডাউন চলাকালীন সমস্ত টেলিকম সংস্থাগুলিই গ্রাহকদের কথা মাথায় রেখে দুর্দান্ত সব প্ল্যান নিয়ে আসছে। সেই দিক থেকে ব্যতিক্রমী নয় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। সম্প্রতি বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান এনেছে এই সংস্থা। তবে বর্তমানে বিএসএনএল এর সবচেয়ে আকর্ষণীয় প্ল্যানটি পাওয়া যাচ্ছে মাত্র 78 টাকায়। কারণ, খুবই সস্তায় বেশ কয়েকটি সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে। আসুন জেনে নিই কি সেই সুবিধাগুলি-
প্রতিদিন 3 জিবি ডেটা + যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল + Eros Now এন্টারটেনমেন্ট সার্ভিসের সাবস্ক্রিপশন। প্ল্যানটির বৈধতা 8 দিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে বিএসএনএল এর 300GB CS337 প্ল্যানের মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। যদিও এই প্ল্যানটি জুন মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল তবে গ্রাহকদের সুবিধার্থে এটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্ল্যানটির সুবিধা হিসেবে পাওয়া যাবে 40Mbps স্পিডে 300GB ডেটা। শুধু তাই নয় এছাড়াও 499 টাকার ব্রডব্যান্ড প্ল্যানটির মেয়াদ 10ই জুন থেকে 9ই সেপ্টেম্বর করা হয়েছে।