টেক বার্তা

Jio-কে টক্কর দিয়ে ৪ টি দুর্দান্ত প্ল্যান আনল BSNL, প্রতিদিন ১১০ জিবি ডেটা

Advertisement
Advertisement

সরকারি টেলিকম সংস্থা BSNL এবার তাদের ব্রডব্যান্ড পরিষেবা প্রসারে মন দিয়েছে। কোম্পানিটি দেশের কয়েকটি শহরের জন্য নয়া চমকপ্রদক ৪ টি ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের ঘোষণা করেছে। আগামী ১লা অক্টোবর,২০২০ থেকে প্ল্যানগুলি কার্যকরী হবে। কোম্পানি সবচেয়ে সস্তার ৪৪৯ টাকার প্ল্যান আনার কথা ভেবেছে যা ভারতের বাজারে জিও ফাইবারের কঠিন প্রতিদ্বন্দ্বী হবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। একটি প্রেস মিটিং এর মাধ্যমে কোম্পানি জানিয়েছে, তারা ভারতের কয়েকটি শহরের জন্য মোট ৪ টি ব্রডব্যান্ড প্ল্যান আনছে। সেগুলি হল- ৪৪৯ টাকা, ৭৯৯ টাকা, ৯৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা। আসুন প্ল্যানগুলি সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

Advertisement
Advertisement

১) ৪৪৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
৪৪৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের এর নাম দেওয়া হয়েছে ‘Fibre Basic’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ৩০ এমবিপিএস স্পিডের ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ২ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও, এই প্ল্যান নিলে গ্রাহকরা ভারতের মধ্যে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবে। এই ব্রডব্যান্ড প্ল্যানটি আন্দামান-নিকোবর ছাড়া ভারতের যে কোন শহরে পাওয়া যাবে।

Advertisement

২) ৭৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
৭৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের এর নাম দেওয়া হয়েছে ‘Fibre Value’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ১০০ এমবিপিএস স্পিডের ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ২ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও, এই প্ল্যান নিলে গ্রাহকরা বিনামূল্যে যেকোনো ল্যান্ডলাইন কল করতে পারবেন। এই ব্রডব্যান্ড প্ল্যানটিও আন্দামান-নিকোবর ছাড়া ভারতের যে কোন শহরে পাওয়া যাবে।

Advertisement
Advertisement

৩) ৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের এর নাম দেওয়া হয়েছে ‘Fibre Premium’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ২০০ এমবিপিএস স্পিডের ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ২ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও,এই প্ল্যান নিলে গ্রাহকরা ভারতের মধ্যে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবে। BSNL এই ব্রডব্যান্ড প্ল্যানটি জিও ফাইবারের ৯৯৯ টাকার প্ল্যানের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এমনকি, জিও ফাইবারের প্ল্যানে নির্ধারিত ডাটা শেষ হয়ে গেলে, ১ এমবিপিএস স্পিড পাওয়া যাবে যেখানে ভারত ফাইবারের প্ল্যানে পাওয়া যাচ্ছে ২ এমবিপিএস স্পিড।

৪) ১৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
BSNL এর ব্রডব্যান্ড প্ল্যানের সবচেয়ে দামি হলো ১৪৯৯ টাকার ‘Fibre Ultra’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ৩০০ এমবিপিএস স্পিডের ৪০০০ জিবি বা ৪ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ৪ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও, আনলিমিটেড ফ্রি কলের ও সুবিধা থাকবে। ‘Fibre Premium’ ও ‘Fibre Ultra’ প্ল্যান থাকলে বিনামূল্যে Disney+hotstar এর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানগুলির সময় শেষ হয়ে গেলে বা গ্রাহকরা নিতে না চাইলে সাবস্ক্রিপশন ক্যানসেল হয়ে যাবে। সেক্ষেত্রে, গ্রাহকরা যদি পুনরায় BSNL এর SuperStar300 ও SuperStar 500 ব্রডব্যান্ড প্ল্যান নেয়, তাহলে আবার সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট হয়ে যাবে।

Advertisement

Related Articles

Back to top button