সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কর্তৃক একটি বিরাট অফার জারি করা হয়েছে গ্রাহকদের জন্য। সংবাদটি সোশ্যাল মিডিয়ার নজরে পৌঁছাতেই রীতিমতো আফসোস করতে শুরু করেছেন Jio, Airtel-এর গ্রাহকরা। কারণ ভারতের এই একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি নিজের গ্রাহকদের জন্য সময়ের সেরা রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। আর তারপর থেকে মাথায় হাত পড়তে শুরু করেছে অন্যান্য অপারেটরের গ্রাহকদের।
বর্তমানে ভারতে BSNL একমাত্র টেলিকমিউনিকেশন সেক্টর, যারা সবচেয়ে কম মূল্যে সেরা অফার দিয়ে থাকে গ্রাহকদের জন্য। বর্তমানে ভারতবর্ষে একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি হাই-স্পিড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলিং-এর সুবিধা প্রদান করলেও, সবচেয়ে কম মূল্যে দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করেছে BSNL। চলুন আজকের এই নিবন্ধে BSNL-এর একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা BSNL তার গ্রাহকদের জন্য এমন একটি দুর্দান্ত অফার ঘোষণা করেছে, যেটি জানার পরে আনন্দে লাফিয়ে উঠবেন গ্রাহকরা। যারা শুধুমাত্র BSNL TO BSNL ভয়েস কলিংয়ের সুবিধা নিতে চান, তাদের জন্য এই অফারটি হতে চলেছে যুগের সেরা অফার। মাত্র ৪৮ টাকা রিচার্জে ৩০ দিন একই অপারেটরে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা ঘোষণা করেছে BSNL। উল্লেখ্য, তাছাড়া ৪৮ টাকা রিচার্জ করলে ১০ টাকা অন্য অপারেটরে কথা বলার জন্য মেন ব্যালেন্স হিসেবে পাবেন উপভোগতারা। যা অন্য অপারেটরে প্রতি মিনিটে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হিসাবে কথা বলতে পারবেন গ্রাহকরা।