Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অতি সামান্য খরচ, আনলিমিটেড ভয়েস কল সহ হাই স্পীড ডেটার দুর্দান্ত প্ল্যান আনল BSNL

বিএসএনএল গ্রাহকদের জন্য এল তিনটি নতুন প্রিপেইড প্ল্যান। যার একটি প্ল্যানে প্রতি মাসের হিসেবে একশ এর কিছু বেশি টাকায় গ্রাহকেরা পাবেন দিনে ০.৭৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ, এছাড়াও রয়েছে আনলিমিটেড…

Avatar

বিএসএনএল গ্রাহকদের জন্য এল তিনটি নতুন প্রিপেইড প্ল্যান। যার একটি প্ল্যানে প্রতি মাসের হিসেবে একশ এর কিছু বেশি টাকায় গ্রাহকেরা পাবেন দিনে ০.৭৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ, এছাড়াও রয়েছে আনলিমিটেড কলের সুবিধা। এই প্ল্যানটির বৈধতা একবছর। ১২৫১ টাকায় গ্রাহকেরা এই প্ল্যানটি ব্যবহারের সুযোগ পাবেন।

এরপর ২২৯৯ টাকায় মিলবে দিনে ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ, এছাড়াও রয়েছে আনলিমিটেড কলের সুবিধা। এই প্ল্যানটির বৈধতা একবছর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা আনল ভোডাফোন

এছাড়া ৩২৯৯ টাকায় রয়েছে আরও একটি প্ল্যান। এই প্ল্যানটির মেয়াদকাল একবছর। মেয়াদকালে গ্রাহকেরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন, এছাড়াও রয়েছে আনলিমিটেড কলের সুবিধা।

About Author