টেক বার্তা

আনলিমিটেড ফ্রি কলিংয়ের সঙ্গে ফ্রি ইন্টারনেট, BSNL-এর এই রিচার্জ প্ল্যানের সামনে ফিকে Airtel, Jio

Advertisement
Advertisement

জিও প্রাইমের সঙ্গে পাল্লা দিতে বাজারে আনা হয়েছিল এয়ারটেলের রোমিং ফ্রি প্ল্যান। এবার এই ধু টেলিকম কোম্পানিকে টেক্কা দিতে ‘দিল খোল কে বোল’ নামে আনলিমিটেড কলিং প্ল্যান চালু করল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL। দেশের ২২টি সার্কেলে পোস্টপেইড গ্রাহকদের জন্য এই প্ল্যান চালু করেছে কোম্পানি।

Advertisement
Advertisement

৫৯৯ টাকার এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, রোমিংয়েও কাজ করবে এই প্যাকটি। অর্থাৎ আপনি যদি রোমিংয়ে থাকেন এবং আপনার ফোনে ৫৯৯ এর এই প্যাকটি অ্যাক্টিভেট থাকে, তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো সময় কল করতে পারবেন। এর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেওয়া হবে না।

Advertisement

বিএসএনএল-এর ৫৯৯ টাকার প্রি-পেইড প্ল্যান

Advertisement
Advertisement

bsnl 599 recharge plan

বিএসএনএল-এর ৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে জাতীয় রোমিং এবং এমটিএনএল রোমিং কল, যা দিল্লি এবং মুম্বাইয়ে অফার করা হয়। দৈনিক ৩ জিবি ডেটা লিমিট অতিক্রান্ত হলেও ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যায়। এ ছাড়া প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস দেওয়া হচ্ছে গ্রাহকদের।

এছাড়াও নাইট আনলিমিটেড ফ্রি ডেটা দেওয়া হয়েছে। যা রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিনামূল্যে নেট পরিষেবা উপভোগ করা যাবে। এ ছাড়া বিএসএনএল টিউন, জিং মিউজিক দেওয়া হবে প্যাকের সঙ্গে। তবে এই প্ল্যানে কোনও জনপ্রিয় ওটিটি পরিষেবা দেওয়া হচ্ছে না।

Advertisement

Related Articles

Back to top button