টেলিকম পরিষেবার জগতে বিএসএনএল একটি উল্লেখযোগ্য নাম।সম্প্রতি প্রতিদ্বন্দ্বী কোম্পানি গুলির সাথে প্রতিযোগিতায় অনেকগুলি প্রিপেইড প্ল্যান এনেছে এই কর্তৃপক্ষ। যার মধ্যে ২৭ টাকার প্ল্যানটি খুবই জনপ্রিয়। ২৭ টাকার এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল থাকবে কিন্তু কোনোরকম এফইউপি সীমা ছাড়াই। শুধু ভয়েস কলই নয় এই প্ল্যানের অন্যান্য সুবিধাও রয়েছে।
আরও পড়ুন : বেশি দিন ইন্টারনেট ব্যাবহার করতে চান, এই প্ল্যান গুলি সমন্ধে জানুন
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২৭ টাকার এই অফারটিতে রয়েছে। প্রতিদিন ১ জিবি ডেটা + ৩০০ মেসেজ। এর বৈধতা থাকবে ৭ দিন পর্যন্ত। তবে আরও একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ভয়েস কলের সুবিধা দিল্লী এবং মুম্বাই সার্কেলে উপলব্ধ নয়।